বুধবার, ১৫ মে, ২০১৯

রাহুল গাঙ্গুলী


রঙ ও প্রণয় সংখ্যা :

রক্তিম যুবতি পলাশের দোহন

সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা

রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন


রাহুল গাঙ্গুলী

প্রণয় ও রঙের কবিতাগুচ্ছের সিরিজ,,,,

সিরিজ,,,,,,,


অপা ~ ১ অদৃশ্য দৃশ্যকল্প
---------------------------------------------------------
[১] জতুগৃহ সমাকলন _____

তোমারই গভীরতা
মাথা গুঁজে ঘুমিয়ে পড়তে চায় সে

তোমারিই : অহংকার।অলংকার
                  যাবতীয় ব-দ্বীপের আড়াল

বেলুনের স্তন : গিলে ফেলে গোলাপি অজগর



[২] ইথারের বিছানায় _______

যতোটা শয়তান ভাবো।ততোটা ঈশ্বরীয়
কৃষ্ণপক্ষের জানলায় : চাঁদবীত ক্ষত

আঘাত।লাঙল।নোঙর।ডাকটিকিট

বেসামাল পর্দা তুললে : নিষিদ্ধ অনুপ্রবেশ

কবরীয় যোনিপথে জমাই : সোঁদাগন্ধের মাটি



[৩] অকালবৃষ্টি _______

কালো কাপড়ে ঢাকা ছিল : সামুদ্রিক শৃঙ্গার
অবিকল ঝিনুকের মেঘ

বিদ্যুৎ চমকায়।রেখাচিত্রে কম্পনের সংকেত

সংবেগী ঠোঁট : তিরতিরে জলময়

কাগজের চৌকাঠ পেরিয়ে : অশ্লীল ঘূর্ণাবর্ত

এলোভিজে চুল তোমার : মাখাচ্ছে চশমার গতিপথ



[৪] বিচ্যুতিরেখা _______

অবশেষে পশমি নখের আঁচড়
লালপাড় শাড়ি : রেলগাড়ি মুছে ফেলে

শীৎকারে কে বেশী ঘন : রাত বড়ো।দুপুর ছোটো

কম্পাস মাখামাখি লালায়

লালায় মাখামাখি কম্পাস

জ্যামিতিবাক্সে দেখি প্রজাপতির হিমদেহ

নষ্ট ফাঁকতালে : তুমি আদরের চিঠি লেখা শেখাও



শব্দরূপ : রাহুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন