বুধবার, ২২ মে, ২০১৯

রাজীব ঘোষাল


অারাধ্য ঘটমান বর্তমান

রাজীব

কালকের কথা জলকে দিয়েছি
সর্বংসহা জলকে.........
জল গিলছে গোগ্রাসে......

শুরু করেছি পূজো
ফুল বেলপাতায় সাজিয়েছি অঙ্গসজ্জা
পাথরের থালায় রেখেছি নৈবেদ্য অার অামিষ অন্নভোগ
মেখেছি রক্তচন্দন অার সিঁদুরের গাঢ় ফোঁটা
পূজো হচ্ছে ......চামড়ার পূজো
টানটান সতেজ চামড়ার
ঝুলে যাওয়া চামড়ার
টিউলিপ অার ব্রহ্মকমল ফুলের মতো ফুলেল চামড়ার..................
স্নান করছি কনটিনিউয়াস
রক্তবর্ণ হচ্ছে চোখ....মন্ত্র পড়ছি—রক্তবর্ণং চতুর্মুখম্
জলে ভেসে যাচ্ছে চোখ—চোখ অার বুক!

তনুমধ্যে জেগে উঠছে ৫ টি সাপ!
কত্তোদিন পর.....দীর্ঘ ১দশক পর
জেগে উঠছে ১টি বায়ুসাপ ১টি অগ্নিসাপ ১টি বালিসাপ ১টি মাটিসাপ অার ১টি ফেনা ফেনা জলসাপ.......ফনা তুলছে ভিসুভিয়াসি হলকায়!

এসো না অামার কাছে ৷ ছুঁয়ো না অামাকে ৷ নীল হয়ে যাবে বিষে বিষে গরলে ৷ ঝলসে যাবে অাগুনে অাগুনে অনলে!

হাঁটছি অামি ৷ এষার জন্য ১টি লাল রঙ্গি অাইসক্রিম কিনে হাঁটছি ৷ অামার ডাইনে নরক বাঁয়ে স্বর্গ ৷ থামলাম একবার , দেখলাম একবার ডাইনে-বাঁয়ে ৷ তারপর অাইসক্রিমটাকে সজোরে হাতে চেপে ধরে এগিয়ে গেলাম সোজা  —এষার কাছে ৷

চুষছে চুষছে,এষা অাশ্লেষে অার কাতরতায় চুষছে সেই লাল রঙ্গি অাইসক্রিমটা
চুষতে চুষতে এষা ভুলে যাচ্ছে কর্কটের দংশন
এষা ভুলে যাচ্ছে কেমোথেরাপির যন্ত্রনা.........

অামিই এ দুনিয়ার সেরা পূজারী—ঘটমান বর্তমানের পূজারী!

জানি অামি ৷ কাল একটাই ৷ অামার অাজীবনের অারাধ্য ঘটমান বর্তমান ৷ চেতনে অার সোহাগে মাখামাখি বর্তমান!
অতীত অার ভবিষ্যত সোনার পাথরবাটির মতো কাল ৷ বকওয়াশ একদম! ও দুটো কাল আসলে একটা করে পার্চমেন্ট মাত্র —অা থিন পার্চমেন্ট!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন