2. মাশকারা,,,,,,
মনের ঘরে খিল এঁটে,,,,
সুপ্রীতি বর্মন
ঘরে খিল এঁটে যে শব্দ ব্যবহার করা হয়,,,
তা সৌজন্য উপাচারে ঈশ্বরীকে প্রদত্ত নৈবেদ্য সুখ,,,,
কিন্তু প্রকাশ্যে সেই শব্দ আজন্মপালিত পাপ,,,
সৌজন্য উপাচারে লোকালয়ে ছি ছি,,,,
বুঝি না বাপু তর্কালংকার,,,,,
তুমি একটু বুঝিয়ে বলো শাস্ত্র ঘেঁটে দেখি,,,,,
তোমার চোখের আড়ালে কিন্তু স্পষ্ট বিদ্যমান,,,,,
এই সমান্তরাল সহাবস্থান,,,, সামঝোতা,,,,
তাই সবকিছু গুলিয়ে এখন এক ক্ষীরপাক বিধি,,,,
না তোমার না আমার সহজাত এই অস্তিত্ব,,,,
বিভাজন নীতি,,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন