3. মাশকারা,,,,
গুরুদক্ষিণা,,,,,
সুপ্রীতি বর্মন
নিজেই যেন তিসমার খান শতাধিক আত্মঅহং এ তালগাছের একাই মাথা,,,,
কাউকে ভ্রূক্ষেপ করতে চাও না,,,,
ধার ধারো না,,,
শুধু ক্ষীণকায় দেওয়াল ঝোলা বাদুড় হও
যে রাত জাগে আর দিনে দুচোখে স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে,,,,
নিজেকে গুরুর শ্রেষ্ঠ চ্যালা বলে মনে করো আর অন্যদিকে গুরুর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে
ধৈর্য ধরে দিনরাত এক করে অথচ গুরুর অন্তরাত্মার সত্য বোঝা থেকে সাতক্রোশ দূরে,,,,
সত্যিই এ তোমার কেমন যেন এক প্রহসন,,,, তোমার নিজের তৈরী করা আলো,,,,,
আবার তুমি যেন এক বর্ণচোরা নীল শৃগাল যে এক লাফে স্বঘোষিত রাজাধিরাজ হয়ে একলাফে সিংহাসনের গদিতে উঠে বসো,,, অথচ তুমি জানো না আসল সত্য
ধরা তো তুমি নিশ্চয়ই একদিন পড়বে
যখন তোমার গোষ্ঠীর সঙ্গদোষে এক শৃগাল শীৎকার ডাকে চেঁচিয়ে উঠবে উল্লাসে স্বভাবদোষে,,,,
কারণ আর যাই হোক দিনশেষে এই সত্য অলঙ্ঘ্য,,, অখন্ডিত
যে এক গাছের ছাল কখনোই অন্য গাছে লাগেনা,,, সে তুমি যতই চেষ্টা করো না কেন,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন