4. মাশকারা,,,,,
প্রমাণ সাপেক্ষ,,,,
প্রতীক্ষায় প্রহর,,,
সুপ্রীতি বর্মন
তুমি সেই কতকাল ধরে ঘরদোর ছেড়ে
উদ্বাস্তু হয়ে গতিশীলতার ট্রেন থামিয়ে
চুপ করে বসে আছো সন্ন্যাসিনীর উদগ্র তেজে আলুথালু অবিন্যস্ত কেশে
কোন অজানা প্রতীক্ষায়,,,,
পাছে ট্রেন যদি অন্য কোন রুটে নেমে
পথভ্রষ্ট হয়ে চলতে শুরু করে
তখন জিদের বশে ট্রেনের চেন কেটে থামিয়ে দিতে পারবে না,,, সেটা সত্যিই লজ্জাকর,,,
তাই বলে তুমি আর কতকাল ট্রেনের জানলা দিয়ে
অলস কচ্ছপের মাথা ঝুপ করে বের করে বলবে নতুন উৎসাহ নিয়ে
এই দেখো আমি গন্তব্যের দিকে ছুটে চলেছি গতিশীল আছি,,,
স্পষ্ট প্রতীয়মান এই ঘটনা অবশ্যই আজ
তবে সবটাই স্বত্তাধিকারী প্রমাণ সাপেক্ষ,,,,
লোকলাজ,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন