মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

প্রথাগত শিক্ষা


12. মাশকারা,,,,

প্রথাগত শিক্ষা,,,,

সুপ্রীতি বর্মন

প্রথাগত শিক্ষায় বিদ্যালয়ে ব্লাকবোর্ডের ঘন চটচটে অন্ধকারে চকের আঁচড়ে বহু কষ্টে ও যত্নে ফুটে উঠেছিল প্রথম প্রথম আদ্যাক্ষর,,,,
ঠিক যেন তোমার স্বপ্নীল ভবিষ্যতের পদ্মাক্ষর,,,,

আজ যখন সে প্রকাশ্যে উন্মুক্ত সামাজিক প্রাঙ্গনে আউরায় নিজের তর্কের বুলি,,, তখন তাকে এক ঠাপে চর মেরে ভদ্র সভ্যতার,,, বোঝানো হয়,,,,সব জায়গায় সব কথা বলা শোভনীয় নয়,,, যেন সেটা এক গলদঘর্ম পাপ শ্রম ক্ষয়,,,

কখনো সখনো পিঠে কষাঘাতে বোঝানো হয়,,,, বেশী বকিস না শুধু খালি তোর মুখেই লেকচার,,,

কড়িহীন বোলচাল ঔদ্ধত্য অন্তঃসারশূন্যতা---
তার থেকে তোর মুখে দে তালা,,,
শিক্ষিত হয়েও থেকে যা নির্বোধ জবুথুবু নিশ্চুপ কোন পাথর-----
এতেই তোর সবদিক থেকে মঙ্গল,,,,,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন