14. মাশকারা,,,,
বাণিজ্যে বসত লক্ষ্মী,,,,
সুপ্রীতি বর্মন
বাণিজ্যে বসত লক্ষ্মী কিন্তু তুমি কেমন যেন হয়ে থাকো অস্থিরমতি। তোমাকে নিজের হাতের মুঠোয় করতে হিমশিম পুঁজিবাদী শক্তি।।
কালঘাম মহাজনী ঋণ তোমার মৃন্ময়ী সোনার অঙ্গে
পিচ্ছিল হলেই একটু গৃহবাসী হয় দেউলিয়া--
তুমি কারোর একার নও---
যার হাতের কব্জায় তার প্রেমে তার হাড়মজ্জায়---
তবুও অন্ধকানাই ডুব ডুব ঘোরে মাতাল----
সকাল সকাল সাইকেল পোদে তোমারই দিকে ছোটে
একটু হেসে সামনে এসে বল দিকি একবার,
আমি আছি আমার মতন আর থাকবো
আমাকে বশীকরণ বিদ্যায় করা যায় না পগার পার----
তাই ক্ষণকাল তিষ্ঠ বৎস, ভাবো দিকি আরেকবার
কি তোমার আসল সম্পদ----
যা পেলে রাত হবে দিন-----
আর না পেলে অঘোরতান্ত্রিক শোকে----
দিন হয়ে যাবে রাত চোখের পাতার ওপারে,,,,
সেটা হল জ্ঞান, জ্ঞানই হল মুক্তি,
এখনো তুই বুঝলি না,,,, জেনেশুনে তাকে দিতে চাস ফাঁকি
তবে তাই হোক,,, তোর ইচ্ছে যা খুশি তাই করগে মনের সুখে ----
তখন যেন বলিস না যে বলিনি
তোকে সাবধান হতে, পই পই করে----
যখন বুঝবি একেবারে শেষে
কোনটা তোর আসল সোনা আর কোনটা নকল
তখন যেন ঢাকঢোল পিটিয়ে বছর শেষে
উচ্চকন্ঠের শোকে
ডাকিস না আর রামছাগল মা মা করে
এবার একটু ভেবে বুঝে বিচক্ষণতায় নিজে থেকে
পার হও বাপু তোমার জীবন সমুদ্র।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন