মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

Practice makes a man perfect


15. মাশকারা,,,,

"Practice makes a man perfect"-----

সুপ্রীতি বর্মন

যদি তাই হবে তাহলে তো সবকিছু ছেড়ে বসে থেকেছি দিন প্রতিদিন পন্ডশ্রমে,

জাগাবো তোমার অষ্টপ্রহর দিবানিদ্রায় থাকা চৈতন্য
তাতে তো প্রচেষ্টার (ঢাকঢোল) ‌অক্লান্তভাবে পিটিয়ে ----
একচুল তুমি সরোনি তোমার নিদির্ষ্ট স্থানাঙ্ক থেকে
বরং হতে লেগেছো স্বভাবের মুদ্রাদোষে
জীবনি শক্তির বৃত্তকে ছুঁয়ে স্পর্শক অনাসক্তির----

কবে যে তোমার ঘুম ভাঙবে কে জানে---
আমি বরং ততক্ষণে এপাশ ওপাশ একটু
পরমসুখে ঘুরে আসি---

যাতে কম সে কম পরিশ্রমের ঘাম শুষে----
নিজস্ব আলাদা একটা বৃত্ত গড়া যায় নিজের হাতে।।
তাতে একটু হলেও হতে পারবো 100 percent perfect,,,,
থাকবে না কোন শোক আর একচুল তফাতে।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন