16. মাশকারা,,,,
নাগরের দোলনা,,,,
সুপ্রীতি বর্মন
নাগরের দোলনায় চেপেছিল কিশোরী পরম সুখে
"দোল দোল দুলুনি, রাঙা মাথায় সহনশীলতার চিরুণী"-
তবুও নির্ভরতার রষা দড়ি কষাকষি সম্পর্কের পিছু টানে
কখন ছিঁড়ে ঘাড়ে পড়ে দোদুল্যমান
সোহাগের ঝারবাতি----
এখনো বোধহয় তোমার হুকুমের ঔদ্ধত্যের হুঁকোর টানে
কিশোরীর নৃত্য ঝংকারে
কামবিলাসী উর্বশী হতে কিছুটা বাকি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন