শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

সুতনু হালদার,,,,,,কমেন্ট


ক্যাপশন:

অনন্তের ধর্ণার জিদ থেকে লিপিকার পরিণয়,,, অবশেষে প্রণয় প্রস্ফুটিত করপদ্মে গাঁটছোলায়,,,,


সুতনু হালদার

(অনুভবে প্রণয়ের অনুরণন )

যে ভালোবাসা জোর করে প্রমাণ করতে হয়, সেই ভালোবাসায় প্রকৃত প্রেমের অপমৃত্যু হয় বলেই আমার বিশ্বাস। আমার কাছে ভালোবাসা দুটি মনের একটা সুন্দর অনুভূতির প্রকাশ, সেখানে জেদ, প্রতিহিংসা, দাম-দর এইসব শব্দবন্ধ অর্থহীন। একতরফা ভালোবাসাতেও ওই শব্দবন্ধ যুক্ত অনুভূতি আসলে প্রকৃত ভালোবাসাকে অসম্মানই করে। নিজের সুখ আর স্বার্থের যেখানে প্রাধান্য থাকে সেখানে প্রকৃত প্রেম বা আন্তরিক ভালোবাসা হাঁপিয়ে উঠতে বাধ্য।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন