শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

সুব্রত চক্রবর্তী,,,,,,কমেন্ট


ক্যাপশন:

অনন্তের ধর্ণার জিদ থেকে লিপিকার পরিণয়,,, অবশেষে প্রণয় প্রস্ফুটিত করপদ্মে গাঁটছোলায়,,,,

সুব্রত চক্রবর্তী

 (হৃদিরন্ধ্রে স্নিগ্ধ প্রণয় স্পর্শ)

খালি চোখে না দেখে ক্ষণিক বরং মনের চোখে দেখি...  না ভালোবাসার জয়, না জিদের জয়... শুধু ধু ধু প্রান্তরময় কাঁটা বেঁধা পরাজয়... প্রেমিক পাখির ঠোঁটে হিরণ্ময় ভালবাসা রেখে উড়িয়ে দেয় পাহাড় আর সমুদ্রের দেশে .. প্রেম খাঁটি হলে পাখি ফিরে আসে নীড়ে.. নইলে শুধুই ফুড়ুৎ .. বুকের ভেতরে প্রেম লায়লা মজনু হলে,,,, যোজন দূর থেকে হৃদয়ের দ্রিম্ দ্রিম্ শব্দ ভেসে আসে.. কাকুতি মিনতি করে করুণা মেলে, প্রেম নৈব নৈব চ... আর জেদ  !!!.. . ভালোবাসা ব্রহ্মশব্দ... এর কাছে ম্রিয়মাণ  সব.. তাই ধরণায় "দিতেই হবে" "দিতেই হবে" দাবী প্রত্যাশা কিছু বা পূরণ হয়..
   কিন্ত প্রেম.. জেদ..... পাখি ফুড়ুৎ....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন