ক্যাপশন:
অনন্তের ধর্ণার জিদ থেকে লিপিকার পরিণয়,,, অবশেষে প্রণয় প্রস্ফুটিত করপদ্মে গাঁটছোলায়,,,,
ফিরোজ আখতার
বিপক্ষে: (অশনি ভবিষ্যত)
ধর্নায় বসার আগে পর্যন্ত ভালোবাসা ছিল ৷ ধর্নায় বসার পর সেটা জেদে পরিণত হল ৷ অবশ্যই এটা জেদের জয় ৷ এ বিয়ে জেদের বিয়ে ৷ ছেলেটিকে সাহায্য করলো মিডিয়া ৷ কিন্তু, এই ঘটনা ভোলা ওদের কারও পক্ষেই সম্ভব হবেনা । স্পষ্টই বোঝা যাচ্ছে মেয়েটি বাধ্য হয়ে ছেলেটিকে বিয়ে করেছে ৷
এবার আসি মেয়েটির কথায় ৷ মেয়েটি ৮ বছর ধরে ছেলেটিকে ব্যবহার করেছে এটা বোঝা যাচ্ছে ৷ সেখানেও ভালোবাসা ছিলনা বলেই মনে হয় । ছেলেটির পক্ষ থেকে একতরফা ভালোবাসা ছিল ৷ মেয়েটি ছেলেটিকে ভালোবাসেনি কোনদিন ৷ আর, এই ঘটনার পর ছেলেটি বিজয়ের আত্মশ্লাঘায় পূর্ণ হবে ৷ কিন্তু, ভালোবাসা কতখানি থাকবে বলা মুশকিল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন