শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

সন্দীপ্ত সৌরভ পাল- কমেন্ট


ক্যাপশন:

অনন্তের ধর্ণার জিদ থেকে লিপিকার পরিণয়,,, অবশেষে প্রণয় প্রস্ফুটিত করপদ্মে গাঁটছোলায়

সন্দীপ্ত সৌরভ পাল,,,,

বিপক্ষে: সহমর্মিতায় বিরুদ্ধাচরণ


আমি এরকম ভালোবাসাকে ঘেন্না করি,,, খুব ঘেন্না করি,,, যে ভালোবাসা নিজের কাছের মানুষকে দশটা লোকের সামনে অপদস্ত করতে পারে,,,,,
যে ভালোবাসা দুজনের প্রাইভেসি নষ্ট করে রাস্তায় টেনে নামায় একে অপরকে,,,, সেই ভালোবাসাকেও আমি ঘেন্না করি।
ভালোবাসা এত নীচে কবে থেকে নামলো?
যে ভালোবাসা আলো দিতে পারেনা, একে অপরের সিদ্ধান্ত কে শ্রদ্ধা করতে পারেনা, সে ভালোবাসা তো কোনদিন ভালোবাসা ছিলই না,,,,একরকম মোহ ছিল।

যেটুকু মুহূর্ত একসঙ্গে ছিল সেটুকুই সত্যি,,,, তারপরে কি হবে কি হতে চলেছে,,,,আমরা কেউই জানিনা। সুতরাং যে যেতে চাইবে তাকে টাটা বাই বাই করে যেতে দেওয়াই উচিত,,,, প্রেম জীবনে বারবার আসবে কিন্তু আত্মসম্মান গেলে আর ফিরবে না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন