ক্যাপশন:
অনন্তের ধর্ণার জিদ থেকে লিপিকার পরিণয়,,, অবশেষে প্রণয় প্রস্ফুটিত করপদ্মে গাঁটছোলায়,,,,
চন্দন দাস
(সমঝোতা,,, সমাধান সূত্র )
চন্দন দাস মত দিয়েছেন এই পোস্টে,,,ভালবাসা এমনই একটা শব্দ যে,,সেটা নিজে থেকেই স্বাধীন ও স্বয়ংক্রিয় ।
এরপর রইল বিশ্বাস,,,, বিশ্বাস ও ভালবাসার মধ্যে এক সরল সম্পর্ক রয়েছে আবার অন্যভাবে একটু ভাবলে বিশ্বাসের বাইরেও ভালবাসা স্বকীয় ভাবে ক্রিয়া করে। অতএব বলা যায় ভালবাসা প্রতিটি মানুষের মধ্যে নিজস্বতা আদায় করে নেয়, যে যেভাবে ব্যবহার করবে এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এতে ভালবাসা কখনো কালিমালিপ্ত হয়না।
বর্তমান যে বিষয়কেন্দ্রিক আলোচনা এতে সত্যি কথা বলতে পারি এটা নিয়ে আমদের এই জয়/পরাজয়, তাদের ভবিষ্যৎ কল্পনা করে নেওয়া বা নিজের যুক্তি কে ফতোয়া জারি করা সম্পূর্ণ মূর্খামি ছাড়া কিছু নয়! কারন আমাদের এই অধিকার কে দিয়েছে নিজের মনগড়া আলটপকা এক মন্তব্য করে দেওয়া সামান্য ভিডিও ক্লিপ দেখে এত সহজে বিচার করার আমরা কে?
আশা করি খারাপ লাগলে এড়িয়ে যাবে। শেষে একটা কথা বলবো দাবীটা সার্বিক হলে তবুও মানা যেত কিন্তু এটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। মন্তব্য করার মত কিছু নেই,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন