চালচিত্র
আবদুস সালাম
খোঁচা খোঁচা দাড়ির মতো
ভ্রান্তসুখে মিলেছি সঙ্গীহীন দিগন্তে
দিন যায় বিষাদে
ফালা ফালা করে চষামাটির বুক
ভৌতিক শূন্যতা নামে,
ক্ষতবিক্ষত হৃদয় বাস্তুহারার স্বরলিপি লেখে
মা-র কোল শূন্য হয়
পাড়া মহল্লা উল্লাসে কিংবা বিষাদে মুহ্যমান
হলুদ পাতার মতো মৃত্যু ঝরে পড়ে
রাতের তারার কাঁদে- চাঁদে লাগে গ্রহণ
নপুংসকেরা গুলিবিদ্ধ হয়
আর্তনাদ করে মানবিক মূল্যবোধ
স্থবিরতা জাপটে ধরে আগাছার মতো
অভিনেতা খোলে গ্রিনরুমের পোশাক
নকলরাজার পেট চিনচিন করে
নিষিদ্ধবস্তু সেবন চাঙ্গা হয় নির্দোষ মুখ
মৃত হৃদয়ের মুখ যত্নে আঁকে ক্রুর নিষাদ
সময়ের তালে না- মেলানোর গান বাজে
ফালাফালা হয় মাটির বুক
ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দিনযাপনের খেয়ালে
স্বপ্নিল আকাশে ঘনায় মেঘ
দিগন্ত ভাসে অযাচিত বন্যায়
সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম বই ,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন