উচ্ছিষ্টযাপন
আবদুস সালাম
একটা বিধ্বস্ত চিত্রনাট্যের অভিনেতা আমি
অভিনয় করতে করতে পরাজিত হয়ে গেছি অবচেতনে
খুলে যায় সাজ
বিশ্বাস-অবিশ্বাস নিয়ে মরুভূমির অরাজকতা
সময়-অসময়ে আসে বন্যা
চালায় তান্ডব
ধুয়ে মুছে যায় বসতির (শিকড়) ঘাম
জানি না পানশালায় যন্ত্রণার অবসান হয় কী না?
উর্বশীরা নাচে
বাড়িতে কুমারীবউয়ের পোড়ে কপাল,
পোড়াকপালের আগুন নেভাতে আসে অবাঞ্ছিত দেওর....
অবাঞ্ছিত আহ্লাদে ভাসে কুমারীবউয়ের বেডরুম
ভাসে সার্বজনিক প্লাটফর্ম.....
রাতশেষে থ্যাঁতলানো মঞ্চে পড়ে থাকে ছিপিখোলা বোতল।
অসংখ্য ধন্যবাদ সম্পাদক মহাশয়াকে।
উত্তরমুছুন