বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

আবদুস সালাম


জীবন যেন এখানে এক দর্পণ,,,,

ভঙ্গুর জৈবিক শক্তির মহীরুহ,,,,
আস্পর্ধা মৃতপ্রায় বাঁজা ভ্রূণের,,,,
চিল চীৎকার,,,,
কোথায় আমার স্বাধীনতা,,,,
আমি শুধু তোমাকে চাই,,,,,

আবদুস সালামের কবিতাগুচ্ছ,,,,

কয়েকটা কথা আঁচড় লাগা,,,,

(সার সংক্ষেপ কবিতার মহার্ঘ মূল্যায়ন,,,)



অসমাপিকা,,,,,,,


স্বপ্নধর্ষণের খবর চাউর হয়
আছাড়িপাছাড়ি করে মনখারাপ
অমীমাংসিত ঘুমে ঢুলে পড়ে বিবস্ত্র আশ্বাস
আক্রোশ ঝরে পড়ে সর্বনাশের আঙিনায়

এক‌ই ছাদের নীচে জড়ো হয় প্রেম
বন্ধুত্বের ডগা লকলকিয়ে ওঠে
বিনাশবয়সের প্রেম ধরে রাখে নির্জীব আকুতি
চাঁদ ধরা দেয় দীঘির জলে
ঢেউ উঠলে মুচড়ে যায় পরাক্রান্ত অভিসার
কলঙ্কের সিঁড়ি জাপটে ধরে ব্ল্যাকহোলের সর্বনাম

আত্মঘাতীরাত কেঁদে ওঠে
বিদেহী আত্মার আঁচল ধরে কাঁদে অপরাধী সুখ


দ্বন্দ্ব,,,,


অন্ধকারের ঢেউ আছড়ে পড়ছে বিশ্বাসের নাভিমূলে
 স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শ্যাওলামাখা ভবিষ্যৎ
সন্ন্যাসী অহংকার নিয়ে নির্বোধ বসে থাকা
দেখছি ভেঙে পড়ছে স্তম্ভ
একটা পলকহীন অভ্রাতৃত্ববোধ খেলা করে

অপমৃত্যুর স্বরলিপি লিখে রাখছি কপালে

মরাবিবেকের স্কুলে আমরা পড়ুয়া


শোকলিপি,,,,,


শুচিতার আহ্লাদে লন্ডভন্ড হয় ভূমিচিত্র
হামাগুড়ি দেয় বাঁকা নদী
স্বপ্নের গুহায় বসে থাকে মায়াবিনী সাপ
বাঁজামন নিয়ে গুটিশুটি মেরে বসে থাকে মৃত্যুর ভ্রূণ
কামাগ্নি পোড়ায় জীবনের আলোড়ন
পাকদন্ডি ঝড়ে মুখ থুবড়ে পড়ে নিঃসঙ্গতা


পর্যটকের ডায়েরী,,,,,,,

জিরাফের ভঙ্গীমায় চেয়ে দেখে উষ্ণীষ অবহেলা
সাজানো আছে বিলাসীবোধের উপন্যাস
বেদনার আর্তিতে ক্ষয়ে যাওয়া চাঁদ
ক্ষয়ে যাওয়া পাথরের বীভৎস চাঙর।

পাওয়া-না-পাওয়ার দ্বিধাদ্বন্দ্বে নিজেকে শানিয়ে নিই বারংবার


গুজব,,,,,


শত শত ঝান্ডাধারী গলা ফাটাচ্ছিল রাস্তায়
নীলের চৌবাচ্ছায় ডুব দিয়ে ভেবেছিল পদ্ম তুলবে
দীর্ঘ অভিযান নিয়ে হল আদিখ্যেতা

নতুন দিনের আলোয় মধ্যবিত্ত ভাবনাগুলো উঁকি মারছে
আক্কেলবিহীন কিছু নির্লজ্জ অনুবাদ শোনাচ্ছিল ধর্মগুরু
সোনা-ঝরা মুহূর্ত
দৈনিকে ছাপাবে সচিত্র বিজ্ঞাপন

সরকারিতহবিল লোপাট, চিটফান্ডকান্ড, বিস্ফোরণ
মনখারাপের মত শুয়ে আছে প্রশান্ত ফুটপাত
পৃথিবীর সব সভা থেমে যায় শ্মশানে

একটা ধূ ধূ নিঃসঙ্গতা জাপটে আছে ধরে
চেতনাবিহীন পাঠশালার আমরা পড়ুয়া।


দিনের পর দিন,,,,,


আমাদের দেহ এখন হাড়-মাসহীন
অশুদ্ধ আর হারাম দিব্যি বেমালুম হজম করছি
শরীরে বাড়ছে ইবলিসের প্রভাব

মা-বাবা হারাচ্ছে তাদের অস্তিত্বের গুরুত্ব
বনেদিপরিবার ভেঙে যাচ্ছে অনায়াসে
উবে যাচ্ছে বর্ণমালার স্বরচিহ্ন
নকশিকাঁথা হামলে খায় প্রশ্নহীন অলসতা

বেহায়া ফ্যাশন নিয়ে যুবতি পেখম মেলে
অচেনা পুরুষ আদিম নেশায় এঁকে দেয় রতিচিহ্ন

শিরা-উপশিরাগুলো ফুঁসে চলেছে নিয়মের খেলাপে
অর্ধদগ্ধ ভোরে নেমে আসছে ইচ্ছামৃত্যু, দুঃস্বপ্ন
অবক্ষয়ের শিকার আগামী প্রজন্ম
দুঃশাসনের অঙ্কুর ঘিরে সাদা উচ্ছ্বাস
কাঙাল কবিয়াল মেতেছে তরজার লড়াইয়ে

রাতের অন্ধকার কেটে গেলে সীমাহীন অস্তিত্ব নিয়ে
সূর্য উঁকি মারে.....

সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম ব‌ই ,,,,


1 টি মন্তব্য:

  1. অসংখ্য ধন্যবাদ চন্দ্রমুখী র সম্পাদক মহাশয়াকে।কবিতাগুলোকে আলোচনার জন্য তুলে এনেছেন তার পত্রিকায় । সম্পাদক মহাশয়ের এই মহানুভবতা ভোলার নয় ।অগ্রিম শুভেচ্ছা রইলো শারদীয়ার ।

    উত্তরমুছুন