দিনেশ দাস,,,
ভারতবর্ষ,,,,
চোখভরা জল আর বুকভরা অভিমান নিয়ে
কোলের ছেলের মতো তোমার কোলেই
ঘুরেফিরে আসি বারবার,
হে ভারত, জননী আমার।
তোমার উৎসুক ডালে
কখন ফুটেছি কচিপাতার আড়ালে,
আমার কস্তুরী- রেণু উড়ে গেছে কত পথে।।
আমি তো রেখেছি মুখ
তোমার গাঙ্গোত্রী-স্তনে অধীর উন্মুখ,
মিটাল আগ্নেয় ক্ষুধা তোমার অক্ষয় বটফলে
দিনান্তে সুডৌল জানু মালাবার করোমন্ডলে
দিয়েছ আমাকে কোল,
কত জলতরঙ্গের রাত্রি উতরোল
ভরে দিলে ঘুমের কাজলে,
মিশে গেছি শিকড়ের তন্ময়তা নিয়ে
তোমার মাটির নাড়ি হাওয়া আর জলে
আজ গৌরীশংকরের শিখরে শিখরে
জমে কালো মেঘ
বৈশাখী পাখির ডানা ছড়ায় উদ্বেগ,
তবু এই আকাশসমুদ্র থেকে কাল
লাফ দেবে একমুখো হিরের সকাল
চকচকে মাছের মতন---
হে ভারত, হীরক-ভারত পুরাতন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন