শুনুন কমরেডস
অমিতাভ দাশগুপ্ত
সবসময় বিপ্লবের কথা না বলে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি,,,,
সবসময় ইশতেহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখি,,,,
সবসময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভাবি,,,
আমাকে ক্ষমা করবেন কমরেডস,,,
পাঁচ আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কম বলে
সেখানকার মানুষেরা রাস্তা পাবে কি পাবে না,,, জানতে চেয়েছিলাম
আমার জিভ কেটে নেবেন না।
অবিশ্বাস ও ঘৃণার ছোট ছোট দরজা জানালা ভেঙে বিস্তীর্ণ মাঠের উপর গিয়ে একবারের জন্য দাঁড়াতে পারি না,,,
যেখানে সূর্যের আলো
সব জায়গায় সমানভাবে এসে পড়ে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন