বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

সুপ্রীতি বর্মন


বিদ্রোহী উদ্ধৃতি,,,, 

সুপ্রীতি বর্মন


সকল বিদ্রোহী কবিতাগুচ্ছ বজ্রনিনাদী কবি কন্ঠে ঘোষিত হয়েছে,,, আর আমি সেই সকল দীর্ঘায়িত কবিতা থেকে জোরালো বিপ্লবী স্লোগান তুলে ধরেছি সংক্ষিপ্ত করে কতগুলো লাইন এর মধ্যে ,,,, 

তাই এর নামকরণ হয়েছে বিদ্রোহী উদ্ধৃতি,,,, 

সকল কবিতা সংগৃহীত হয়েছে "আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা",,,, কাব্যগ্রন্থ থেকে,,,, যার একদা সম্পাদনা করা হয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কালিদাস ভদ্রের মাধ্যমে,,,, 

বিপ্লব কোনদিন হারিয়ে যায়না কালের অতল গর্ভে,,, বার বার সঞ্জীবনী আত্মত্যাগে ফিরে আসে আমার জন্মভূমি আমার মায়ের বুকে,,,, কলমের রক্তমুখী নীলার আঁচড়ে,,,, 

জয় হিন্দ,,, 
বিপ্লব দীর্ঘজীবী হোক,,,,,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন