বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

সম্পাদকীয় কলম,,,,সুপ্রীতি বর্মন


মহাত্মা গান্ধী (দ্বিতীয় ঘাত),,,,


অস্ফুট সংলাপ যখন ভাসা ভাসা চাহিদার মুহ্যমান কোরকে কিশোরী মুখ লুকায় দোচালার আটপৌরে গেরস্থালির উঠোনে তখন ঝনঝন অনাসক্তির পিতৃত্বের সাইকেলের ঘন্টা তোমার বেকারের দশার অনিশ্চিত ঘুম ভাঙানোর ঠেকা নিয়েছে কী,,,, তোমার জনক,,, ঐ যে মূল্য না অপচয়ে স্বদেশপ্রীতির অমূল্য চেতনা,,, মহাত্মা গান্ধী উনি তো জাতির জনক তবুও কেমন যেন নীরব দর্শক হাহাকার বুকে চেপে মুখ টিপে হাসে আর গড়গড়িয়ে নাগরিকত্বের অগ্রগতির ঋণে শুধোয় সকলে দিনের শেষে দেখা হলে পথে ঘাটে,,, কেমন আছো,,, ভালো তো,,,,, জানি তো সকলেই বোদ্ধা,,,, সব জানে তবুও কিছুই জানে না,,, সবকটা ধর্মের ষাঁড় খালি সুযোগ পেলেই অহিংসা কে টিস্যু পেপারের মতন হাত মুছে হিংসার ভোগে পাত ফেলে চেটেপুটে খেতে উদ্যত হয়ে যায়,,,, ও তাহলে তো মহাত্মা তোমার মাহাত্ম্য এখন বারণ স্মরণ করা,,,, ঘন্টা বেজে গেছে গৃহযুদ্ধের,,,, শকুনের ইতিউতি চাউনি কখন ঠোকর মেরে তোমার অন্তর্দৃষ্টি গিলে খেয়ে তোমাকে অন্ধচৈতন্যে অন্তর্দহনে ভোগাবে,,, তখন তোমাকে কে উদ্ধার করবে শুনি,,, আমার অতো সময় নেই বাপু ঐ টাকাটা যাতে তুমি সেই কবে থেকে বন্দিশ টেনে অভাব আর আভিজাত্য এর বাঘবন্দি খেলায় আধিপত্য বিস্তার করে চেপে বসে আছো,,, তোমাকে টেনে তুলে ওখান থেকে সরানো জগদ্দল এর সামিল,,, নতুন শিলান্যাস না না রূপান্তর না হলেও চলবে,,, ঐ একটু আডজাস্ট তো করতেই হবে অভাগীর সংসারে না হলে যে গাঁড় ফেটে যাবে,,, তখন কে কৈফিয়ত দেবে বাপু শুনি,,,, কে দেবে তৈরী হ‌ওয়া সম্পদ ভাঙানোর সুখ থেকে বঞ্চিত করে পুনর্বাসন ক্ষতিপূরণের জন্য,,,,,


ব্রেক কষে মাজাঘষা জীবনে হোঁচট খেতে খেতে চলতে গিয়ে মাথার চুল সব উড়ে গেছে সংসারের সংসদের চাপে কী কী বিল পাশ করবে না অপেক্ষায় থাকবে কখন সুদিন আসবে আর ভোলে বাবা পার করে দেবে,,,,, তবুও ফাটাফাটা লাইফ থেমে যায় কিছুতেই সিডিউল হয়না,,, তবুও দেখি দিনের শেষে তোমার মুখে কী দারুণ নির্মল অমলিন হাসি,,,, আত্মবিশ্বাস এ এতটুকু বিষ জমা হয়নি সিঁদুর কৌটো উপুড় করা গেরস্থালির সোহাগে,,,,,
উৎপাত তো শুরু হয়ে যাবে নাভিকুন্ডের জলে,,, উতরোল অসুখী উন্মাদনা কাল কী জুটবে খাদ্য আগামী দিনে জঠোরের উপোসি জ্বালা উপশমে না ঢাকে কাঠি পড়বে আর বলবে ঐ দেখো পুজো এসে গেছে এসব অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আর মাথা ঘামিও না,,,একটু ভোগ করে নাও বুঝলে,,,, কিন্তু সেই কৌশিকী কম্পনেও এতটুকু অমাবস্যার কালিমা লাগেনি সোহাগ চাঁদ বদন পূর্ণিমার মুখে,,, এখনো হাসছো আর জামা কাপড় পরিবর্তন করে নেবে না তুমি এই সীমিত পরিসরে,,,,, পুজো এসে গেছে তো নাহলে তো তুমি পূজার ট্রেন্ড হারিয়ে অপ্রচলিত হয়ে মুখ গুঁজে ঘরের কোণে বা স্বচ্ছল পকেটের কোণে লুকিয়ে বসে থাকবে,,,,, তবুও কোন চিন্তা নেই তোমার বাপু এই ভাইরাল হ‌ওয়া অস্বস্তিকর সীমানা ক্রসে ঢোক গিলে চলতে থাকে এই জনগনের ট্রামরেল উন্মার্গ এর পথে তোমাকে ছেড়ে,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন