শনিবার, ১ আগস্ট, ২০২০

## কবিতা: হয়েছে সময় ## দীপঙ্কর


কবিতা: ◆হয়েছে সময়◆

       দীপঙ্কর


এই ক্ষণে হয়েছে সময় ।

মস্তক মুন্ডন করে, কবিতা চিবিয়ে খেয়ে
ঘুমে-জাগরণে নেচে চন্ডাল নাচ.....
চলে যাবো মাড়িয়ে সব মায়া । অনেক খেলেছি খেলা , দেয়া-নেয়া হয়েছে সারা সবাকার।
চলে যাবো এই বেলা-  ভাসিয়ে বুকের ক্ষত হাত ধরে বুড়ো অশ্বত্থের পাতার ।


ভোরের সূর্য গিলেছি সেই কবে কাঙালের মতো ,
তুলতুলে মেখেছি শিশির ফাটা ঠোঁটে , ধরেছি নাঙল- সোনা ভরেছি গোলায় ।
দুই ডানা মেলে রুধেছি ঝড়- ঘর যাতে না টলকায়।
এনেছি প্রিয়ার বাজু- বাজি রেখে ক্ষমতা অসহায় ।


কেটেছি দু'কান নিজ হাতে , ঘষেছি নাক অপরের অপরাধে , সয়েছি স্নেহের যত অন্যায়।
বিকিয়েছি মাথা ভারি বুটে , সুখ এনেছি খুঁটে খুঁটে ,
ঋণ মিটিয়েছি শোণিতের বিনিময়।

আর নয় , আর নয় দেরি । এইবার ঘরে ফিরি।
আঁচল বিছিয়ে  বসে থাকে বোধিসত্ত্ব -আকুল অপেক্ষায়.....

সব মিছা, সব বৃথা- সব স্বার্থের কাদা মাখা।
দিন গেল-- চেয়ে দেখি  রত্নাকর একা কেঁদে ভাসায়.....

এই ক্ষণে হয়েছে সময়....

ছিন্ন করে সব সুতো হেঁটে যাবো কমন্ডুল হাতে কেতু সনে তারায় তারায়।

ঐ.... ডাকে তথাগত।
আয়....  আয়.....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন