রবিবার, ৮ নভেম্বর, ২০২০

প্রিয়তমা, তোমার আমার: বিনয় মজুমদার

 



বিনয় মজুমদার,,,,,

প্রিয়তমা, তোমার আমার,,,,, 



((নৈঃশব্দ্য সন্ধ্যা এলোকেশী ঈশ্বরী সঙ্গমচন্দ্রিমা চকোর মীনচক্রবৎ ঘূর্ণন
মধুমক্ষিকা জ্যোৎস্না রমণ সঙ্গম
সুধাযাপন নিঃসঙ্গ যন্ত্রণা সঙ্গোপণ ঈশ্বরী 
সর্বান্তঃকরণে সমর্পণ ক্ষুধার নিত্যতা সূত্রে রাঙা সোহাগ অগ্নিমান্দ্য দুরন্ত শোক চরণ
আশ্রয় নির্লিপ্ত যাপনে 
তোমার বক্ষের অনন্ত বিভাজিকায় আমার রাত্রি
আমার মণিকর্ণিকার ঘাট নোঙর ফেলার সংস্থাপন রতি))


বিশ্লেষণী প্রেক্ষাগৃহ 

সঙ্গমসৌন্দর্যচন্দ্র মোহ ((করবাচৌথ)) 

সুপ্রীতি বর্মন



ঈশ্বরী আমি তোমার রাজ রাজেশ্বর,,,,, তোমার স্বামী,,,, 
তোমার ঐকান্তিক প্রিয় আবার তোমার কায়াকল্পের একান্ত অধীশ্বর,,,, 
তাই তোমার যাবতীয় চাওয়া পাওয়া আমাকে কেন্দ্র করে,,,,, 

তোমার আবদার ঐ প্রকান্ড এবং কোমল উত্তুঙ্গ তৃপ্তির স্বাদ চাও,,,, 
তোমার অতিষ্ঠ ঈপ্সা তোমাকে কিছুতেই শান্তি দিতে চায় না,,,, 
বক্ষের উপর চেপে বসা মহিষা পাহাড়ের যন্ত্রণায় তুমি কাতর হয়ে উঠো আর উদগ্রীব নয়নে কস্তুরী নাভি সুবাসে আমাকে সম্মোহিত করে বাধ্য করো বিব্রত করে তোলো,,,, 
যাতে আমি আরো বেশী করে চেষ্টা করি তোমাকে একটু সুখ দিতে,,,,,
কিন্তু ঈশ্বরী তোমাকেও তো মাঝে মধ্যে আমার পরিস্থিতি বুঝতে হবে,,,, 
দেখো আমি ও তো একজন মানুষ যে খুব একা,,,, 
পৃথক পৃথক ভাবে কর্তব্য সম্পন্ন করি একা,,,, কিছু কিছু যা পারি তাই তো দিয়ে থাকি আমি,,,,, 
তুমি কেন তাও বোঝো না বা বুঝতেই চাও না,,,,, 
কত কিছু করি দেখো একে একে মিলিয়ে সেই পরিসংখ্যান,,,,,, 
উত্তুঙ্গ চূড়া একযোগে করে চুম্বনমদ্যপান করতে থাকি আকন্ঠ পিপাসিত চরণে,,,,,
তৃষ্ণা যেন মিটতেই চায় না কিছুতেই,,,,, 
কিংবা তোমার প্রবালগুচ্ছের মাঝে আমার আঙুলের নিরিবিলি সন্ধানী আদরে যাতে তোমার শিহরণ জাগে আর পুলকরাগে উন্মাদিত হয়ে উঠে তোমার শরীর,,,, 
কিন্তু এ সবকিছুই যেন ব্যর্থ প্রয়াস,,,, 
কিছুতেই তোমার তৃপ্তি আসতে চায় না,,,, 
তুমি অশান্ত হয়েই থেকে যাও,,,, 


তারপর তুমি যখন সর্বংসহা হয়ে শায়িত হয়ে থাকো তোমার শরীরের অধীশ্বর করে আমাকে,,,,,,
নিজেকে আমার হাতে ছেড়ে দিয়ে,,,, 
তখন আমি পরম নিশ্চিন্তে ও নিরাপদ আশ্রয়ে তোমাকে রেখে তোমার কুচ নিপীড়ন থেকে শুরু করে একযোগে আরো প্রবল রমণে নাচি আনন্দ নৃত্যের দ্বৈত্যতায়,,,,, 
আমার মনে হয় তখন ঠিক তখনি সহসমীকরণের মতন প্রয়াসে প্রকৃতপক্ষে উচ্ছ্বসিত সমাধান আসে,,,, 
সাথে এক অনিন্দ্য সুন্দর চমকপ্লাবিত তৃপ্তি আসে,,,,, 
যেটা আমি একার উদ্যোগ ও চেষ্টায় যাই করি না কেন কিছুতেই আসতে চায় না সেই আত্মতৃপ্তি বোধ সেই সুখশান্তিসঙ্গম,,,, 
আর সেইকারণেই বোধহয় তুমি মন ক্ষুন্ন হয়ে থাকো তৃপ্তি পাও না কিছুতেই,,,,,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন