শনিবার, ৫ জুন, ২০২১

শাশ্বত সত্যের প্রেক্ষাপট


 

 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Controversial issue regarding the true value of Friend List in Facebook


##সৌরভ ঘোষ Timeline Post with unique angle of thought and interpretation 


সৌরভ ঘোষ আমার অনেক আগের একজন লেখালিখি করার সূত্রে পরিচিত কবি ও বন্ধু এবং অনেকবার চন্দ্রমুখীর জন্য লেখাও দিয়েছে সে এই বিষয়ে আমার কোন সন্দেহ বা দ্বিচারিতা নেই।। 


এই প্রসঙ্গে আমার কিছু বক্তব্য আছে তাই প্রকাশ্যে তুলে ধরছি আশা করি সকলে প্রায় সেই বিষয়ের প্রাসঙ্গিক যোগসূত্র কিংবা মিল খুঁজে পাবেন।।।।। 


কেউ কেউ বলে উঠে দেখা যায় সুপ্রীতি প্লীজ আমাকে কোন পোস্টে তোমার ট্যাগ করো না আর তোমার ফেসবুক গ্রুপে আমাকে ইনভাইট করবে না কারণ ব্যক্তিগত ভাবে আমার খুব অপছন্দের গ্রুপে অংশগ্রহণ করা।।।।। 

 যে কোন গ্রুপবাজি তে যুক্ত হ‌ওয়া আমি একদম পছন্দ করি না।।।।। সেখানে কারণে অকারণে দল বেঁধে কৌশল চলে একে অপর কে ফাঁদে ফেলে অনেকটা পলিটিকস করার মতন আর সেটাতে থাকতে মন থেকে আমাদের তীব্র অনাসক্তি।।।।। 


অনেকে আবার পরোক্ষভাবে নানাপ্রকার ইঙ্গিত ও ইশারায় বিনা কোন প্রত্যক্ষ উচ্চবাচ্য না করে এটা বোঝাতে চায় যে আমরা অমুক কিংবা তমুক গ্রুপে অংশগ্রহণ করার জন্য যোগ্য ন‌ই তাই দয়া করে প্লীজ আমাদের অক্ষমতা বুঝে কোন গ্রুপে কেউ ইনভাইট করবেন না।।।।।। 


এখন কথা হচ্ছে কে বেশ যেন একটা বলেছিল যে সুপ্রীতি জানো তো 5000 এর বেশি ফ্রেন্ড যদি হয়ে যায় তাহলে আর কোন একস্ট্রা বন্ধু নেওয়া যায় না কারণ তখন আনলিমিটেড মানে ফলোয়িং হয়ে যায় তারপর সেটা শুনে আমি সমানে ভয়ে ভয়ে ফ্রেন্ড বেশি কোনদিন রাখতে চাইনি এর একটাই কারণ ছিল যে আমি তো সবার কাছে পৌঁছাতে চাই সেখানে যদি এইভাবে সীমাবদ্ধতা থাকে তাহলে কী করে পৌঁছাবো সকলের কাছে????

তাই সেটা অতিক্রম করতে না পেরে সেই উদ্বিগ্ন কোলাহলে বারবার থেকে গেছি 

আমি নিজে নিজেই ।।।। 


সৌরভ একটা কথা একদম ঠিক বলেছে যে এতো সংখ্যক বন্ধু থাকার পরেও যদি মরা সাপ কিংবা ল্যাটা মাছের মতন সকলে দূরে দূরে উদাসীন হয়ে পড়ে থাকে এই বোধের প্রসঙ্গে যে তোমার ডালে ঝোলে কেউ কোথাও নেই তারা কিংবা তুমি বাঁচলে কী মরে গিয়ে ছবি হয়ে প্রোফাইলে জ্যান্ত ঝুলবারান্দা হয়ে পড়ে র‌‌ইলে সে বিষয়েও কোনরূপ কোন আগ্রহ নেই তাদের তখন কেমন যেন একটা আত্মধিক্কার আর বিতৃষ্ণা ধরে যায়।।।।

মনে হয় এই ভিড় শুধু নামেতেই আমাদের কাঁধে ঝুলছে বা ঝুলতে লেগেছে আর ইচ্ছা না থাকলেও চরম বীতশ্রদ্ধ রাগে আমাদের অকর্মণ্য সন্তানের মতন তাদের কে বয়ে নিয়ে যেতে হবে তখন সেই ঝক্কির চেয়ে মনে হয় দূরে থাকা ভালো বা সম্পর্ক ঘুচিয়ে দেওয়া সবচেয়ে বেশি শ্রেয় হবে জন্মের মতন সেটাই আমাদের করা উচিত সবচেয়ে আগে তাতে অবসাদের ঘোর অমাবস্যার অন্ধকার কিছুটা হলেও কমবে।।।।।। 


একজন অতিরিক্ত পন্ডিত ব্যক্তির চরণধূলি পড়লো যেন আমার মনের বৃন্দাবনে যার আছে ঝুড়ি ঝুড়ি অনধিকার প্রবেশ কিংবা বন্ধুত্ব গড়ে তোলার রাস্তায় পদক্ষেপে হাজারো সতর্কীকরণ ও নিষেধাজ্ঞার প্রাচীর যেন অনেকটা নিয়ম নীতির বিধিবদ্ধ কোন আইন কানুন সেটা না মানলে বা মানতে চাইলে সেই অন্ধাকানুনে কারোর গর্দান পর্যন্ত গিয়ে ফাঁসি হয়ে যাবে।।।।। 


সত্যি ভাবা যায় বড় বিচিত্র বীজ গজগজ উচ্ছের মনুষ্য জাত আছে যারা অতিরিক্ত পরিমাণে ব্যস্ত আকার ইঙ্গিতে বোঝায় অচ্ছুৎ মার্গে অবস্থান করে যেন তাদের আশীষ পেয়ে সকলের জীবন ধন্য হয়ে যাবে।।।।। 


সত্যি কালে কালে আর কী কতটা দেখবো বা দেখতে পাবো সেটা ভগবান জানে।।।।। 


সাধু সাধু।।।।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন