শনিবার, ৫ জুন, ২০২১

শাশ্বত সত্যের ধারাপাত

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##BK Joy Timeline Post with unique angle of thought and interpretation 



সুপ্রীতি বর্মন





শুনলাম: দুনিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয় মুরগির,,,,,


উপলব্ধি: দুনিয়া কে যে জাগাবার চেষ্টা করেছে,,,,, তার মৃত্যুর সম্ভাবনাই বেশি রয়েছে,,,,, 


কোঁকর কো ডাকে ভাঙা প্রত্যূষে গৃহস্থের দোর খোলে খোকাখুকু উঠে আর সেই মুরগির কাটা মাংসে সবথেকে বেশি সহজলভ্য ও সস্তায় জমকালো উৎসবের মান বজায় রাখা যায় বিনা কোন অতিরিক্ত প্রয়োজন আর আয়োজনের সংস্থান ছাড়াই বিশেষ করে মধ্যবিত্তের প্রাচীর ঘেরা সংকীর্ণ ঘেরাটোপে অল্প খরচে পেটভরে হোটেলে ভাত খাওয়ার মতন করে।।।।।।।। 

      অথচ এতো বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হবার পরেও তার‌ই মৃত্যুর সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে।।।।।।।


অথচ সে সকল কিছু প্রমাদ গুণে দেখার পরেও জেনেশুনে জ্ঞানপাপী এর মতন জরাজীর্ণ ধূসর প্রান্তরে মাছির মতন মিছিলে মারামারি ও কোন্দলে সংক্রামিত অশৌচ কালযাপন দশায় কালো প্লাস্টিকের থলে ভর্তি মাংসের আমদানি করে চলতেই থাকে আপন মনমর্জির জীবনে।।।।।

পোড়া কড়াইয়ে মাংসের সুগন্ধ উড়ে উড়ে আসে আর সেই আঘ্রাণে মুগ্ধ জিহ্বার স্রোতে উপচে পড়া ভোগের শুরুয়াত

করে বিনা কোন আশঙ্কা এবং অবসাদ সামঞ্জস্য এর সমীকরণে ক্লেদাক্ত বিচ্ছিন্নতা ছাড়া ইচ্ছে পূরণের ঘনঘটার কোলাহলে।।।।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন