শনিবার, ৫ জুন, ২০২১

শাশ্বত জটিল সত্যের আলিঙ্গন

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Amal Anwar Timeline Post with unique angle of thought and interpretation 


##Statement by Humayun Azad 


##Rough Reality to Accept and Tolerate 


সুপ্রীতি বর্মন


ধান্দাবাজ লোকেরা গুটিসুটি মেরে ঘাড় চেপে ধরবে বলে নানা কৌশলে ফন্দি এঁটে ফাঁকফোকড়ে ভালো মনুষ্য এর মাথাগুলো চিবিয়ে তাদের হাড়ে দূর্বা গজিয়ে চুপচাপ ছাপামারা আসামীর মতন গৃহকোণে তৈলমর্দনে গর্ভবতী বিনয়ী হয়ে বসে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে উনি জানেন না সবসময় মুখে চোখে বিনয়ের অতিরিক্ত পরিমাণে আধিক্য।।।।।।

কোন রিপোর্ট এ অন্বেষণ করে যদি কালক্রমে এদের কে ধরা পড়ে যাবার অবকাশ থাকে তাহলে শুধু মেরেই যেতে আর পারে না কারণ তাদের সনাক্তকরণ হয়ে যায় আর হাটে তাদের হাঁড়ি ভেঙে যায় তখন আর কী করার????? যখন যখন নিজেদের সুবিধা ও সুযোগ মনে করে সেইভাবে নিজেদের আখের গোছানো জন্মের মতন তখন তাদের ঘুচে যায়।।।।।।। 

তার মানে সুবিধাবাদীরাই বিনয়ী হয়।।।।।।। 


আবার যারা প্রচন্ড বিনয়ী হয়ে লোকের সামনে এসে তাদের সাথে তেলে তেল মেরে রাঙাপলাশ সৌজন্যে হামাগুড়ি বোধে নিজেদের সমর্পণ করে অথচ কী বিনয়ী মুখে টু শব্দটি কিন্তু করে না কারণ ঐটাই হলো তাদের ছক্কা ফেলার প্রেক্ষাগৃহ নির্মাণ যেখানে যখন তখন ইচ্ছে করলেই হাত ঘুড়িয়ে মোয়া ছেলের হাতে পেয়ে গিয়ে চালাতে থাকে দিন রাত জল্পনা কী করে ভোগ করে যাবে অনন্তকাল তখন সেই বিনয়ীদের রিপোর্ট এ তাদের ধরা যায় না।।।।।

তাই আরামে সে দিন কাটিয়ে যেতে থাকে বিনা কোন ঝক্কিঝামেলায় তাই বিনয়ীরা সুবিধাবাদী হতে পারে প্রচন্ড পরিমাণে।।।।। 


তবে একটা পোস্টমর্টেম রিপোর্ট এর শেষ উক্তি ক্লাইমাক্স এ যে এসব চক্করবাজির জটিল ধাঁধায় পড়ে সাধারণ মানুষ অনেক সময় ভুল বুঝে বিনা অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করে দেয় যদিও সেখানে তার কোন দোষ নেই কারণ এই ঘোরালো পরিস্থিতি যেখানে সবকিছু ঘেঁটে একেবারে ঘ হয়ে গেছে সেখানে সঠিক বোধ কিংবা উপলব্ধি উৎপন্ন হবার মতন কোন সঠিক উৎস খুঁজে পাওয়া যায় না তাই এই প্রসঙ্গে সত্যিই কিছু করার নেই।।।।।।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন