রবিবার, ২৭ মে, ২০১৮

পিয়ালী সাহার কবিতা।




সহজিয়া প্রেম ফ্ল্যাশব্যাক এর আঙ্গিকে কলম।


১.

দু খানা শৈশব


কোন এক বিকেলে পাখিদের ঘরে ফেরা দেখে বড্ড মন কেমন করে


নারকেল তেলের গন্ধ আর ফিতে জড়ানো কলা বিনুনি

ঠাকুমার কোলের কাছে চুপটি করে বসিয়ে দেয় আমায়


পাশের আশ্রমের বাচ্ছারা ঠিক তখনই কোথাও প্রার্থনায় বসে


সম্পর্কের মা শব্দটা যাদের কাছে আজও জটিল


ওদের রুক্ষচুল,নারকেল তেল আর কলা বিনুনি সব গুলিয়ে

অন্ধকার হয়ে আসে


ঢুলে পড়া চোখে ভাসে

মা এর গলা জড়ানো কোন

রুক্ষ চুলের কচি হাত


 মাটির  কুলুঙ্গি তে যত্নে তোলা থাক তোর আমার রাংতায় মোড়া

 শৈশব




২. সহজ এর মৃত্যু


নিকোনো উঠোন,পুতুলের ঘর আর হামাগুড়ি দেওয়া ছোট্ট আগামী

পৃথিবী মানে তো এটুকুও হতে পারতো


হিসেব নিকেশ মাপ জোপ ওসবের জন্য ছিল রঙ্গীন মলাট বাঁধানো অংকর খাতা


পুরনো বইখাতায় উই ধরলে ছড়িয়ে পড়লো যত জটিল গুন ভাগ

ঢাকা পড়লো তোর আমার সহজ সরল বেঁচে থাকা গুলো


আর ওই উইঢিপির তলায় চাপা পড়ে গেলো সেই তুই আমি আর আমাদের হাত ধরে  খেলা জল ডিঙনোর বিকেল গুলো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন