সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপটে কলম।
১. কবিতা: মধু।
একটা বিষাক্ত কাম, শিরশিরে অনুভুতি,
অল্প অল্প করে কুড়ে খায় ভালোবাসা ।
বস্তাপচা মূল্যেবোধের ভারে ক্রমশ নুব্জ্য,
অলীক উন্মাদনায় সব তরলীকরন ।
প্রত্যাশিত ভালোবাসা হঠাৎ করে ইউ টার্ণ,
কুলুঙ্গির কোনে জমে থাকা উষ্ণতা এখন বরফ ।
হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা একটু শীতল জল,
ফুটন্ত যৌবনে পড়তেই চোঁ চোঁ করে একটানে সব শেষ ।
ভিড় করে থাকা মাছিদের গুনগুন,
ফুলে ফুলে মধুর আশায় গুজ্ঞরন ।
২. কবিতা: দ্রৌপদী।
চলো দ্রৌপদী আমার হাত ধরে এগিয়ে চলো
তোমার অপেক্ষার প্রহর প্রায় অন্তিমলগ্নে ,
আজকের শ্রীকৃষ্ণ ব্যস্ত অর্জুনের সহজপাঠ শিক্ষায় ।
ভাঙা চশমার ফাঁক দিয়ে বাঁকা চোখে ডাক পাড়ে অসুস্থ রিকসাওয়ালা ।
ধরো দ্রৌপদী আমার গামছা, ঢেকে নাও তোমার লজ্জা
খোলামেলা দ্রৌপদীতে আমরা অভ্যস্ত নয়, তোমার আঁচল সামলে নাও ।
আজকের শ্রীকৃষ্ণ ব্যস্ত, কানে গোঁজা মোবাইলের হেডফোনে ।
দেখো দ্রৌপদী কেমন সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে,
তোমার নগ্নতার শেষ নির্যাসটুকু চাতকের মত পান করে নিচ্ছে অবলীলায় ।
এখন ব্যস্ত শ্রীকৃষ্ণ সংবাদপত্রের পাতায় আর এক দ্রৌপদীর খোঁজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন