স্বচ্ছতোয়া নদীর স্রোত প্রেমের আঙ্গিকে কলম।
১. মন কেমনের পালা
ওরে মন তোর ফাগুন রাঙা বাতাস
আলোময় উদ্গীরনের তৈলাক্ততা
চিলেকোঠায় কাক চিল
ঠক ঠক করে কাঠঠোকরা গাছে।
বসন্ত কোকিল সুর বেঁধেছে গলায়
আমার শ্রী চোখের কাজলে
নরম কাঁথায় ভেজা স্বপ্ন
সত্যি করার অদম্য বাসনায়।
মন কেমনের পালা শুরু
কালরাত্রি শেষে নতুন জীবন
ভালোবেসে বর্গক্ষেত্রের চারকোনায়
হাত পা ছড়িয়ে কামনা বিলাপ।
যৌবনের চাহিদা মেটাতে সহবাস
সঙ্গমে পালাবদল বিছানায়
অনাসক্ত কামে মিশে যায় দেহের তাপ
লালায়িত রসের ফল্গুধারা।
২. কল্পবিতান
ভালোবেসে পাওয়া যায় সব। পাওয়া যায়না হৃদয়ের বালি।
কান্নায় বিরহ মাপি রোজ। যতইনা দাবি করি, আপনার বলি।
অন্তর ছুঁতে চায় সুচাগ্র মনের ফলা, প্রেমিকার দেহ নয়!
দেহে আছে মোহ, সুখ আর পরিতাপ। জানি সে কাঙাল আমি নই।
আকাশ যেমন পৃথিবীকে কাছে চায় ভালোবেসে,
দুজনার ঠোঁটের ফাঁকে শত যোজন দূরত্ব!
চুমুর নেশায় ভিজে যাওয়া ঠোঁটের বারান্দা
তুমিও ভালোবাসো, তবু পাবেনা নারীর নারীত্ব।
বিশ্বাস ও ভরসায় চির থাকলে মন কাছে পাবেনা
সেখানেও অনেক সাধনা লুকিয়ে, অনেক বিশ্বাসের ফল।
সুখের রসাস্বাদনে গড়ে উঠবে অমরায় কল্পবিতান
যদি সে ডানায় ভর করে খুঁজে পাও অমৃত সকল।
-------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন