আত্মসমীক্ষণের অন্তর্দৃষ্টি আঙ্গিকে কলম।
১. অন্ধকার :পথ দেখাও
শতাব্দীর শবদেহ বহন করবার মত
একটা শক্ত কাঁধ চাই ,
গণকবরের পাশে কঙ্কালের রাশিগুলো
ঠিকঠাক সাজিয়ে রাখার মত
একদল ডোম চাই ,
ছন্দের গহীনে এত আঁধার ঢাকবার জন্য
বিবেকহীন একদল কবি চাই ,
ক্ষয়িষ্ণু শরীর হতে পাঁজর খুলে
মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবার জন্য
একদল ভুয়ো ডাক্তার চাই ।
পাশাপাশি
তিমির হননের গান উপেক্ষা করে
প্রেমের মশাল ধরানোর জন্য
একজন সাচ্চা মানুষ চাই :গোধূলির
নেতিয়ে পড়া আলোতে লন্ঠন হাতে
অগণন সপ্নকে সে পথ দেখাক ।
২. জীবন্ত ফসিল -
অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ
করে শিরগুলো উঁকি দিচ্ছে ,
রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস
শরীরকে করে তুলছে জীবন্ত
ফসিল !
অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা
নির্দ্রাহীনতার রূপ নিয়েছে ,
দেহনদী জল্প্পতায় ভুগছে ,
অবসাদ আর হতাশা শরীরকে
করে তুলছে জীবন্ত ফসিল !
অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ,
নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি ,
সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের
দাঁড়ে অসহ দহন..........
যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন
ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন