আধুনিক চালচুলোহীন প্রেমের আঙ্গিকে কলম।
১| |তোমার পরকীয় প্রেম|
--- কবিতা কী হারিয়েছে?
শুধুই মিটিং-মিছিল? হুম?
কতদিন বারণ করেছি, চশমাটা পড়বে না!
চশমায় আমি আভিজাত্য পাই
তোমার কুচকুচে ঠোঁটের ধোঁয়ায় মত।
মাঠের ওপাড়ে আর সূর্যাস্ত হয় না
এ' পাড়ে আমি সন্ধ্যা নামাই হেসে।
দোয়াত কালোয় ডুবতে ডুবতে
আমি অজ্ঞাত পলিটিশিয়ন হয়ে উঠেছি।
সাইবেরিয়ার সাদা অন্ধকার আমার গ্রীষ্মবেলার আস্তিন।
ভেজা চাদরে পরিযায়ীর ভিড়
খড়কুটো সামলে রাখে পাশের বাড়ির চড়ুই
যদি বেহাত হয় বাসা।
তোমায় কতদিন দেখি নি আমি...
স্টেজের আলোয় আমার ছন্দপতন ঘটেছে,
চিহ্নহীনে আমি অবৈধ।
বারবার উচ্চারণ করেছি মিছিলের শিরোনাম
পংক্তি কাটতে কাটতে জুড়েছি শ্লোগান।
তল খুঁচিয়ে খুঁজে পাই নি তোমায়
নীরব দর্শক হয়ে তুমি বসেছিলে
গ্যারেজের ভ্যাপসা নর্দমায়।
চৌকাঠ পেরোই নি আমি, পাছে ভুল হয়ে যায়।
ভোটাভুটি, মারামারি, দাঙ্গা, মিছিলে
তোমার প্রিয় কবি ক্ষীণ হত রোজ।
পড়ে দেখ দেড়শো বছর পর আমায়...
কবি শুধু রাজনীতি বোঝে।
বয়স তো আমারও বেড়েছে!
আমিহীন কেটে যাক, কাটুক যে ভাবে কাটে...
বছরটা জন্মে যেন রাজনীতি না করে
ছন্দস্রোত হঠাৎ থামলে, খুব ভয় পেয়েছিলাম।
ইতি,
তোমার পরকীয় প্রেম
২| | নিশাগম |
রাত্রি নামে নরম শরীর জুড়ে
খাঁজ-কাটা গোঁফ এড়িয়ে চলে ঘ্রাণ
বংশবৃদ্ধি সজাগ টেলিস্কোপে
দেখতে পেলেই বয়সে দড়ির টান।
মেয়েটি ছিল আধ-খোলা ইতিহাস
পরাগ তেজে শান্ত স্বতন্ত্র
ভুলের মাশুল জ্যান্ত ছিন্ন লাশ
পচন ধরা নষ্ট নক্ষত্র।
জোয়ার এখন মধ্য স্নায়ু মূলে
জরায়ু বেয়ে কুয়াশার উৎপাত
বিষ নেমেছে নাভির তলদেশে
উপড়ে ওঠে মনুষ্য নিশ্বাস।
অন্ধকারে চোখ যায় না ঠোঁটে
শরীর পেল মাদক সহবাস
কেউ জানে না যন্ত্র যোগে প্রেমে
যন্ত্রণাটা ভীষণ উন্মাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন