সোহাগ রসায়নের আঙ্গিকে সাম্প্রতিক লেখনী।
১
রেডিয়েট বাইফোকাল রেডিয়েট
---------------------------------------------
অস্থায়ী সূর্যের ক্ষণপায়ে কোলাহলের দীর্ঘ কোলাজ
অবশিষ্ট কামিনী = কাম(টু)মি : আদুরে প্রেক্ষাপট
থেকে যাবতীয় টু টু লাল ব-দ্বীপ
স (এ)
↓
↓
(কাম)
স্তাবকতার প্রতিন্যাসে অন্ধপাতকুয়ো
অসম জল।জলীয় প্রলাপ।অবগাহন
১বন্দী = ৪দেওয়ালের আলার্ম
চোরারোদ____রোদচেরা শহরে
গলে পড়ে নীল শরীর
২
১টুকরো জলীয় ক্ষরণ
-------------------------------
তখনো পারদ উত্তাপ ভেঙে প্রবাহমান মাটিশিকড়
বোতামের দখলদারি : বরফ অজুহাতে নদীগর্ভ
অশ্লীল চোখে কাঙ্ক্ষিত ফার্নের হোয়াইট মোনার্কি
এসো পাথরে ঠোঁট ঘসে নেই
জন্ম নিক লাল ক্ষিদের অক্ষরেখা
লুকিয়ে রাখি গাছের আড়াল।অবশ দেওয়ালের দীর্ঘ সংলাপ
ব্যাকুল কুয়াশার এজলাসে শিউলিবাসর
নীরব আগুনে পিপাসার হলুদ পৃথিবীকোষ
বুক ভিজে তুমি নেমে যাও ঝুড়িমূলে
২হাতের চেটোতে তখনো আগুন পুষে রাখি অছিলায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন