বুধবার, ৩০ মে, ২০১৮

অভিজিৎ দাস কর্মকারের কবিতা।



আধুনিক চিন্তনের আঙ্গিকে কলম।


১. কথা।


জোনাকিসন্ধ্যায় বাঁশতলার ফাঁকে

রাতের চাঁদ মোঘল ইতিহাস পড়ে;

জানালার কপাটে বিচ্ছুরিত প্রতিবিম্বে

পথের ধারে ঘাসেরা বেড়ে উঠছে

ঢেকেরাখা ফসলে।


কাজল পিসি বলেছিলো

শব্দগুলো ট্রয় থেকে থরের মোড়ে

ওলট পালট স্পার্টার সমীকরণে গুন-ভাগ যোগে পরাগরেণুর অস্তিত্ব চৌকাঠে।


বইয়ের কথা ভূলে

ডেকে নেবো নেপলিয়নকে পলাশির

অমীমাংসিত চৌরাস্তায় বুড়ো আঙুল চেপে পরিচয় দেবে পৃথিবীর কক্ষপথ...





২. সংখ্যার ডেবিট-ক্রেডিট।



ক্যাপিটাল মার্কেট সমান বাফেট।

হাতছানি সূচকে অসমান

লাল-নীল ডিজিট

অংশিদারী কেনা-বেচায় গোলক-ধাঁধাঁ।

ফাঁকা লাব-ডাব পেটে সঞ্চয় চড়া রঙে।

ন'টা পনেরোয় লম্বে উপচে পড়া লোক।

চাপ না থাকা সমতল ডিভানেও ঘুম নাই।

চাদরের ফুলে প্লে-স্টোর ভর্তি রঙিন অ্যাপ।

রাত ভৈরবী গায় বর্গাকার মশারি পাশে।

ঘুমে সরল বলিরেখা মিলিয়ে দেয় আগন্তুক ছোঁয়া।

কেনা ডি-ম্যাট ভর্তি ঘনাকার এক্সচেঞ্জ ফোলিও।

আর্যভট্টের বিন্দু দিক তহবিলে ভবিষ্যত সংখ্যা।

কখন থেমে যায় ঢেউখেলা NEFT-র জাল তরঙ্গ।

হন্যে হয় সমান্তরাল সংখ্যার ডেবিট-ক্রেডিট...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন