বুধবার, ৩০ মে, ২০১৮

সোহিনী সামন্তের কবিতা।



অপরিচিত আলোকে পরিচিত নারীকথা আঙ্গিকে

কলম।




১. মরীচিকা  প্রেম।


 ক্লান্তির বশে ধূসর মরুভূমি ,


মরীচিকার ঘেরাটোপে দগ্ধ মনকেমন......


ফুরিয়েছে শুধুই প্রেমের নিঃশ্বাস ......


অস্থির মন ব্যাকুল আশ্বাস ।।


তৈলাক্ত মন ছিনিয়ে নিয়েছে ......


অব্যক্ত  কিছু মলাটে ভালবাসা ,


জীবন্ত লাশের মৃত আশা ...


আজ ব্যর্থ  ,ক্ষান্ত ,...।।..


মনকেমনের প্রেম ঢাকা পড়েছে,


মরীচিকার লুকোচুরি খেলায় ......


ব্যর্থ প্রেমিক ক্ষান্ত তার ব্যারাটোপের জালে......


কিছু যন্ত্রণা কিছু অস্থিরতা তৈরি করেছে মায়াজাল...


মরীচিকা প্রেমের ইতিকাল ...।।




২. একলা নারী।


ধ্রুবতারার জ্বলজ্বলে অনুভূতিতে লক্ষ্যভেদের ব্যাপক আশা,


পথের মোড়ে একলা হেঁটে চলার বিশেষ অভিধান ,


উন্মুক্ত করে পাখির মতন স্বাধীন অভিব্যক্তির অক্লান্ত নেশা......


স্যাঁতস্যাঁতে চৌরাস্তায় , কাঁকড় বিস্মৃত লালমাটি............


শত্রুর দামামা বাজে বকুলের অসহায়তায় ......


দুর্বহ পথে একলা নারীর গৌরবের জয়গান,


মুগ্ধ পলাশ ছুঁয়ে যায় একান্ত স্বাধীনতায়......।।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন