অকপট বাস্তব কথন আঙ্গিকে কলম।
কবিতা: দ্রষ্টব্য(যা দেখা যায়)।
এই পঁচাত্তরের রক্তক্ষরণ
আর, ধুরন্ধর আঠারো, ক্ষিপ্ত ব্যস্ততা, র্দুবার,
মাঝে লার্ভার লিকলিকে হৃদস্পন্দন ।
থতথমে ধোঁয়া আসে অসংখ্য খবরে,
তিল ফেটে তেল বেরোয় সকলের,
'স্থায়ীত্ব-ক্ষীণ'
হয়ে গেলে ঘুমের ,
অগোছালো বিছানার- বালিশের তেল,ফিরে আসে,
ঠেলে দিয়ে মাথা সিনেমায়-
দিনের লাইইইট_ক্যামেরা-অ্যাকশন-
"এক কাপ আমেজের ভাড়" 'গরম চুরুট'
"লতা কে চাই",আম-পাতা আর বাসনের ভীড়'ও চাই
বাস-স্ট্যন্ড,চৌমাথা,সিনেমার কাওতালি----
চাই ।
'পরিপাটি 'সব'(শব)' এর সমাজ।
ঘানি ঘুরলে, আর ফোঁটে ফোঁটে তেল জমা হলে পাত্রে
তবে দিন চলে ,.............. তিলের,
গরুর বলিদান চুষে ঘানির বন্ধ হলে ঘোরা
"জামানা"------
জীবন্ত রেখে দেব 'ফরমালিনে চোঁবানো, সরীসৃপের পেট'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন