বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

নবজাতকের কবিতা



নবজাতকের প্রস্ফুটিত প্রনয় কুসুম

সাম্প্রতিককালের আঙ্গিকে কলম।



 ১। অলীক প্রেম-- নবজাতক

------------------------------ ------------------------------ ----------------

ধোঁয়াটে অন্ধকারের আড়ালে ভেসে বেড়াতে চায়

দীর্ঘশ্বাস মাখা প্রেমের অব্যর্থ বিরহ।

চিতার আগুনে ঝলসে ওঠা স্মৃতির গনগনে কালো কুয়াশায়

আমি খুঁজে পেতে চাই

প্রতি রাতে ক্যাপাচিনোর উষ্ণ ধোঁয়ায় ভেসে ওঠা

যুগযুগান্তর প্রতীক্ষিত, সেই প্রেম!

সেই প্রেম- যে প্রেম খুঁজে দিয়েছে বনলতা সেন।

সেই প্রেম- যে প্রেম উন্মুক্ত করেছে নীরার উদ্ধত বুক।

সেই প্রেম- যে প্রেম পানপাত্রে নির্দ্বিধায় ভরে দিতে পারে

নিশ্চিত বিরহের মত মারাত্মক বিষ।

দিনে দুপুরের কাব্যিক মাতলামি আর মরীচিকার খোঁজ

রঙচঙে গেলাসের তরল উন্মাদনায় যার প্রতিবিম্ব

হাতছানি দেয়, আমার হারিয়ে যাওয়া এক একটা ‘পল’কে।

সেই প্রেম!

সেই প্রেমের খোঁজে আজও ভেসে বেড়াতে চাই

আসন্ন ক্যাটাস্ট্রোফির উত্তুরে বিভাজিকায়।



চাদরমোড়া শরীরে হেঁটে বেড়াই, ও গলির আনাচ কানাচ;

ক্যাপাচিনোর কড়া গন্ধে

হন্যে হয়ে শুধুই খুঁজে বেড়াই

চড়া দামে বিক্রি হওয়া এক একটা অলীক প্রেম!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন