শনিবার, ২৬ মে, ২০১৮

মায়িশা তাসনিম ইসলামের কবিতা




ভিন্নধর্মী স্বাদ প্রেমের আঙ্গিকে কলম।


১. অভিজ্ঞা


প্রথম যখন খুন হই, বয়স ছিল আঠারো

প্রতি সকালে আমার এপিটাফের কাছে এসে বাজাতে ভায়োলিন

মাংসল প্রেমে ঐশ্বরিক মৃতের জন্ম হতো নবজাতকের মতো।


মৃত্যু চাইনি, অদৃশ্যের কাছেই চোখের প্রার্থনা জেগেছিলো

অন্ধ করে দাও!

অন্ধ করে দাও!

আত্মার ঘ্রাণ শুঁকে হৃদয় যেন একবার নিজেকে জয়ী মনে করে।


তবু আমি খুন হলাম, প্রথমবার।

এ দায় কি আমি ঈশ্বরকে দিব?

যাঁর পরীক্ষাগারেই নাক্ষত্রিক অমানিশায় জন্ম নেয়া নারীত্বের অন্তহীন সূত্র!

এ দায় কি আমি ঈশ্বরকে দিব?

যাঁর অস্ত্রাগারেই বেড়ে ওঠা পৌরুষ স্বরলিপি রচনা করতে শিখে শিহরণের নতুন কাগজে।





২. হারানো আলজিভ


তুমি আমায় আজ বলছো আবেগহীন

সরলতা নেই কৈশোরের, প্রেম চোখে নিয়ে আর ঘুমোতে যাই না....

যেন উষ্ণতাহীন কোন দুপুর গড়াগড়ি খাচ্ছে গ্রীষ্মের বুকে!

সন্ধ্যাগুলো শুধুই ঘেমে উঠে অভিনয়ের পরিশ্রমে!

আমি হেসে উঠি, কারণ আবেগের দরজার সামনে এতকাল দাঁড়িয়ে ছিলাম উপহাস হয়ে..

সরলতার হাত হাত রাখতেই উধাও হয়ে যেত নিজ হাতের প্রেমের রেখাগুলো!


এতকাল একটু বাঁচার আশায় কতশত মৃত্যুসঙ্গম!

এতকাল নিঃশ্বাস নিতে নিতে ভুলে গেছি যৌবন!


বিশ্বাসের ভাষায় মানুষকে অনুবাদ করতে গিয়ে হারিয়েছি আলজিভ, হারিয়েছি নিজস্ব ব্যাকরণ....

কনডম ও কবিতাকে এক কাতারে দেখে জানতে পেরেছি, ভালোবাসা এক স্তন্যপায়ী প্রাণীর নাম!


আমি ফিরে আসব, ফিরে আসব সরলতা নিয়ে...

আবেগ ও প্রেম নিয়ে....

যদি আজ রাতেই আকাশ থেকে সমস্ত নক্ষত্র পদত্যাগ করে ফিরে যায় ঈশ্বরের ঘরে...


1 টি মন্তব্য: