আকাঙ্খিত স্বপ্ন আঙ্গিকে কলম।
♪♪♪♪♪স্বপ্নরূপ ♪♪♪♪
মেঘলা মধ্যাহ্নে একাকী বসে আলোর বর্নে
আষাঢ়ে মেঘের বৃষ্টি ছুঁয়েছি জানালার ফাঁকে হাত বাড়িয়ে
এই সময় তোমার দূরত্বের ব্যবধান পেরিয়ে এসে
পেয়েছি আপন করে রিমঝিম বৃষ্টির সঙ্গে,
চোখে আসে আপন কল্পনার স্বপ্নালু মায়াজাল
বৃষ্টির কনা তোমায় সারা শরীরে এঁকে দিয়েছে কাম পত্নী রতির বেশ!
তোমার ভিজে চুল স্পর্শ করেছে ঠোঁটের লালাময় অমৃত,
ভেসে উঠে মনের ঘন থেকে একটা একটা সময়ের ছবি
মেঘের চাদর লেপ্টে তোমার সিক্ত শরীর
ফুটে উঠে শরীরের ভাঁজ!
গভীর শ্বাস ছড়িয়ে পড়ে অন্তরে দেখি তৃষ্ণার্ত হৃদয়ের প্রত্যাশা
আরো সজ্জিত হয় সময়ের তালে প্রেমের অসভ্যতা
আরো গাঢ় হয় আমার প্রেমের র্স্পধা,
হে বৃষ্টি ধন্যবাদ তোমায় বারবার!
তুমি ফিরিয়ে দিয়েছ স্মৃতির স্বপ্নময় অতীতের প্রেম!
♥♥♥♥শেষ চিঠি♥♥♥
♪♪♪♪জিৎ পাত্র♪♪♪♪♪
আমিতো তৃষ্ণার্ত তিমির বিশ্বাস্য দুটি হাতের
পৃথিবী জয়ের দূর্নিবার আকাঙখা!
সাগরের অতলসেচে মুক্ত খুঁজি সাবধানী ঢঙ্গে কাউকে সাজাবো বলে!
এই রকম চাওয়া যদি অপরাধ হয়!
আমিও পাপ ক্ষরনের জন্য অগ্নি কুন্ডে প্রবেশ করবো।
যদি সেই আগুন শুষে নেই আমার সমস্ত সত্তা
দংশিত করে মনুষ্যত্ব!
জানি আমার এ অনন্তযাত্রা নিশ্চিত ধ্বংসের পানে
তুমি দেখে নিও প্রিয়,,,,,
একদিন আমিও চলে যাবো!
অসংখ্য স্বপ্ন, অপূর্ণ সাধ,নিষ্ফল আশা
আর মানুষের দেওয়া র্নিদয় বেদনা নিয়ে।
ইতি
তোমার অবহেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন