বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

সন্দীপ পিপলাই এর কবিতা



প্রেমের তরঙ্গায়িত উচ্ছ্বল ঝর্ণার স্রোতের আঙ্গিকে কলম।



১. নীরব ইচ্ছে নদী

শুনশান পথের বাঁকে গোলাপী স্বপ্নের নীল সীমানা!
টুকরো কোলাজে সোহাগী চিরকুট,
ডেনিম ভাঁজে লুকোনো অনুরণন... আসমানি চুপ রেখা খেয়ালি বাঁধনে।
চোখের মিনারে উচ্ছাস দুর্নিবার
খাঁচার পাখি দেয় উড়ান মনযমুনায়,
কুঞ্চিত আবেগ উন্মুক্ত নীলদিগন্ত।

পাট ভাঙ্গা স্রোতের জোয়ার
অনুকম্পা উন্মীলিত জোনাকি,
বুকের স্কেলে স্পন্দনের ইকুয়েডর...
মসৃণ ভাঁজ তীব্র শিহরণ ,
ঈপ্সিত মননের গভীর সমুদ্রে উড়ান উজানের টানে।
তুলির স্বপ্নীল বেহাগ রাগে রংরুট মানচিত্র।

দুয়ের সম্পৃক্ত উষ্মা...
পারদ উতল মেঝের স্পর্শে নামাঙ্কিত কলেবর!
একাত্ম নিকেতনে পূজিত পরম আমিত্ব।
কুলের অতলে সমাহিত পরতে নীরব ইচ্ছে নদী...
চুপকথা ঘিরে উত্তাল পরিণয়..



২. সহবাসে সঙ্গম


গভীর রাতে উত্তাপ মেশা কামাতুর অভিযোজন
ভাঁজে মোড়ানো শরীর,সহবাসে সঙ্গম।

কাঁপা ঠোঁট,উষ্ণ নিঃশ্বাস, নিবন্ধে মোনোলগ
উন্মুক্ত চুলের ঘ্রাণে তীব্র অশ্লেষ
ঠোঁটের প্রাচীরে অনুসন্ধান।

বুকের ভাঁজে মত্ততা নিশান
আঙ্গুল লেখে বৃন্ত দলিত সোহাগ...
নীল সঙ্গম, রিপুর তীব্র প্রতিফলন
লেপ্টে থাকা শরীর সহবাস।

ঘড়ির কাঁটা আটকে, বাদামি অঙ্কুরোদগম
পিচ্ছিল দ্রবণ অনুভব মিশেল
ওঠানামা ,পেশির উন্মোচন।
দেহপটে উদ্বেলিত সাগর সঙ্গম,
প্রেমের মিনারে শায়িত নগ্ন আলিঙ্গন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন