সঙ্গম সোহাগে প্রেয়সী আঙ্গিকে কলম।
1)
এক চুম্বন উষ্ণতা
আজন্ম তোমাকে ভালবেসেছি,
বেয়াদপের মত তোমার শরীর জুড়ে---
পান্ডুলিপির প্রতিটি অক্ষরে ব্যঞ্জনাত্মক মিশেল ঘটিয়ে,
তুমি হয়ে ওঠো যেন রুপবতী নারী।
একরাশ মুগ্ধতা রেখে-
প্রেম জোয়ারে লাবণ্যতার ঘ্রান ছুঁয়ে,
উন্মত্ত প্রেমিকের মত ঋতুমতী নরম বালিশে-
তোমার স্বাস্থ্যবতী শরীরে "এক চুম্বন" উষ্ণতা খুঁজি।
রজঃশলা মেঘের মত-
বাস্পায়িত হয় তোমার গোপন নদী,
শব্দ ঢেউ এ ভাসতে ভাসতে মাস্তুলে সজোরে,
হারিয়ে যায় মন অকূল দরিয়ায়।
2)
নীলা আমি দু'জনে
সেই রাতে নীলা আমি দু'জনে,
নগ্ন বুকে চুম্বন নীলার উষ্ণ ঠোঁটে।
শিশির ঝরা রাতে হিমের পরশ-
আমার উরু যুগলে নীলা আসন পেতে -
শার্টের বোতাম খোলে আদর করে।
খেলা করে কাম বাসনার মুক্ত ঘরে।
বুকে কম্পন শব্দরা শ্বাস প্রশ্বাসে,
নীলার একরত্তির গোপন গুহায়-
ফেনা ওঠে স্নিগ্ধ সুখে।
মধু রাতে নীলা আমি দু'জনে,
হাতে হাত রেখে -
স্বপ্নের মশাল জ্বেলে দূরে বহুদূরে।
হাসির হিমেল অনুভূতি,
ভালবাসার স্বর্গ দ্বারে।
সেই রাতে নীলা খুঁজে পেল প্রশান্তি ভরা প্রানে-
হারিয়ে গেল তনু সুখের ঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন