শিব পার্বতীর যুগল মিলন আঙ্গিকে কলম।
* প্রবঞ্চক *
-------
হুমায়ূন কবীর মন্ডল
প্রত্যেক সূর্যোদয়ের অছিলায়, আমার চরমতম ভান
একটু একটু করে নগ্ন হতে দেখি,
পৃথিবীর সহস্র ক্ষতের সামনে আমার
আমার মৃত্যুকে ভেঙে ফেলে মুহূর্তের অঙ্গীকার।
-----------------------------------
অমানিশার কৌতুকে ক্ষিপ্র এখন বল্লমের বুক
মন্দ্রসপ্তকে উঠে আসে উপত্যকার ক্রন্দন
পৃথিবী এগিয়ে চলে ,এগিয়ে চলে সর্বংসহা
অবগুন্ঠনে ঢেকে থাকে তোমার সংহারী প্রতিমূর্তি।
-----------------------------------
মহাকালের অমোঘ বার্তাকে কুর্নিশ করে
তোমার জটা ঢেকে দেয় দুগ্ধ ফেননিভ জলরাশি
সকল প্রাণের রক্ত ধূমায়িত হলে
তবু - তবুও তুমি অবিচল, প্রত্যাঘাতের উল্লাসে
তার প্রলম্বিত ধ্বংস অভিমুখের উৎসপথে।
-----------------------------------
তোমাকে মুক্তি দেব বলে
এই অবনত গ্রীবায়, হে প্রিয় -
আমি ধারণ করেছি তোমার গরল।
-----------------------------------
এই অনন্ত বীর্যের আস্ফালনে -
যখন পরাভূত তোমার কন্ঠবাণী
পতিব্রতার ক্ষীণ গন্ধ তখনও -
আমার পর্ণকূটিরে উড্ডিয়মান।
-----------------------------------
হে মাধুকরী যামিনীর শক্তিস্থল হতে
আমার অনন্তলোকের মহাযাত্রায়
শপথ হেনেছে বারবার ,,,,,,
আদ্যঋতু হতে আবাহনের মন্ত্রনায়, -
বিরামহীন অস্তোদয়ের সেই যাত্রালগ্নে
বহুরূপে পেয়েছি তোমায় লীলাবতী ।
-----------------------------------
তোমার ইন্দ্রতুলের সুকঠোর বন্ধনে
কালে কালে প্রশস্থ হয়েছে -
শত শত অহীশ্বরের নীলাভ সংকেত ।
-----------------------------------
তুমি দূর্জয়, তুমি দূর্গম, তুমি দর্পিনী ।।
........................
asadharon ...
উত্তরমুছুন