ওমরস সিক্ত সঙ্গম আঙ্গিকে কলম।
১. প্রেম আর সালফিউরিক সঙ্গম।
----------------------------------------
ভেবে দেখো যদি প্রেম হয় মারিয়ানা আন্দিজে,
মহীরুহ -ক্যাকটাসে,
রি -রি করছে ফুটন্ত সালফিউরিক সঙ্গম,
চিবিয়ে নেওয়ার ইচ্ছে,
মাথা নোয়াতে অক্ষম আন্দিজ।
ভেবে দেখো সকালের শিশিরভেজা শরীরের গন্ধ নেওয়ার ইচ্ছায়, মাথা নুইয়েছে প্রেম,মহীরুহ।
জৈব যৌবন পেতে পেতে তীব্র যন্ত্রণা,
কাঁটা নয় উদ্দাম যৌনতায় কামড় দিয়ে গেছে ব্ল্যাকম্যাম্বা।
ভেবে দেখো তোমার বাড়ির পাশেই লণ্ডন,
আমার সাঁওতাল পল্লি,
দু-এ, দু-এ দ্রবীভূত হওয়ার ইচ্ছে,
বিক্রিয়া শেষে একটা বিস্ফোরণ।
পাশাপাশি বসা দুটো ছাই ছাই মুখ।।
২. #ওমরসে #সিক্তসঙ্গম।
---------------------------------
প্রেমের দিকে আমি খুব একটা আড় মুড়ি না
স্বল্প নির্যাস, ওমরসসিক্ত বেলেল্লা হতে দেয় কম।
গৈরিক ভদ্রতায় সঙ্গত সঙ্গীধারী সঙ্গম হয় না
অতএব আমি থেকে প্রেমে অনির্দিষ্ট বৈরাগ্য চলে।
দণ্ডি কেটে কেটে দু-এক বার র্যাম রম-এর উথালপাতাল গভীরতা মাপিনি তা নয়!
এতখানি সতাতিদীর্ঘ পথ যাপণে কিউনিফর্ম বা হায়রোগ্লিফিক লিপিও ছুঁয়ে দেখেছি,
একবার এককার্থে বা দুয়ে দুয়ে চার করেছি অনেক
প্রেম থেকে নয়, সমন্বয়ে সঙ্গম গিলেছি গলগল।
গালচে ভর্তি মধুগোলকে চুমুক দিয়েছি,
বা গোপনে খনিজ খুঁজেছি অনেকবার,
তাতেও দেখেছি প্রেমাকড়সি না গিলেও ---
উলম্ব মোমবাতি আর নাতিদীর্ঘ খাদে সংগম হয়েই হয়েই যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন