দমবন্ধ শ্বাস রুখতে আমার খোলা জানালা চাই,,,,,,,,,,
১. রংপুরের সন্ধানে।
মন হারানো মফঃস্বলী এক আকাশ,
হেমন্তের চায়ের কাপে নতুন ডাল,
চারপাশের সব যেন আজ এলোমেলো
বাস্তবের সব হিসেবেই বেসামাল।
সকাল শুরু বৌ এর হাতের সবজী ডালে,
সংসারে সব বোঝা নিয়ে খোঁড়ায় রোজ,
শরীরে উতাল ঢেউ পেঁচিয়ে জড়িয়ে ধরি,
রাত্রি হলেই নিথর দেহে আদর-খোঁজ।
প্রতি মাসের টার্গেটেতেই জীবন শেষ
নিজের ইচ্ছে কোথায় যেন হারিয়ে যায়,
পুরোনো সেই গেলাস জলের একটু রেশ...
এখন আবার নতুন করে কোথায় পায়?
আজকে তাই হাত বাড়িয়ে দিচ্ছি খুব
পাশের ঘরের ব্যালকনিতে সবুজ হাত!
নিষিদ্ধ প্রেম মন চঞ্চল রাস্তা চুপ,
সারাদিনের ক্লান্তি শেষে হাসবে রাত।
২. আমি হারিয়ে।
ছেঁড়া জামার মোড়কে নতুন হাসি যেন মিয়ানো বিস্কুট।
একটা বয়স্ক মলাট ছিঁড়ে খায় উপস্হাপনা।
আমি আজ আমি কালের সাপেক্ষে নীল।
সকালে হেসে ওঠে জানালা,
আমি এক তাকে দেখে হাসি।
দুপুরে লাল মাটি ঘষে আমি দুই রক্তাক্ত হই...
আমি তিন বিকেলের ঘরে ফেরা শেষে বিরক্ত চোখে আকাশ খুঁজি...
আমি চার রাতের গোধূলিতে মেকি ভাষা দিয়ে জাল বুনি শখ মেটাতে।
বারবার পাল্টায় মুখোশমালা।
আমি এক দুই তিন চার ....অসীম অবধি সংখ্যাটা বেড়ে চলে আপোষের চাদরে ।
শেষমেশ বেলা শেষে আমি টা আর খুঁজে পাই না যতক্ষণ না ধ্যানবিন্দুতে চঞ্চল আলোগুলো স্হির হয়।
এক দুই তিন চারেরা এভাবেই ঘোরাফেরা করে আয়নার ধংস্বস্তূপে ।
ভালো হয়েছে।
উত্তরমুছুন