বুধবার, ১৩ জুন, ২০১৮

মোহাম্মদ জসিমের কবিতা।


অসুখের আগুনে প্রদীপ্ত প্রেমের শিখার কলম,,,,,


১. আগুন, আগুন! ||

দু'ঠোঁটে দিয়েছো লিপে আগুনের আঁচ—মূহুর্তের চুমুকে আকন্ঠ পান করি মায়াবী আরক!

গলিত রোদ্দুরে গড়েছি মামুলি গহনা কিছু—পাখা ও পেখমে রহস্যের রঙ মেখে বিভঙ্গ নাচের মুদ্রায় ওড়ো; এমন ভঙ্গিতে রাখো আঙুলের ডগা—আলতো করে ছুঁয়ে দিয়ে পৃথিবীর গাল গোলাপী রুমাল যেভাবে পাখি হয়ে যায়! সর্বাংশে সত্য নয়—খোলাচোখে দেখেছো যতটা, এখনো নখের কোনে ছোপ ছোপ লাল দেখে খুলে দেই দেহলিপি—আপাদমন্তক আগুনের হল্কায় ধীরলয়ে গলে যেতে থাকি...

বিঁধে আছি কে কার শরীরে আজ—এইসব সাদামাটা প্রশ্নের সাঁকো এড়িয়ে এসো শুয়ে থাকি শুনশান রাতের প্রাসাদে।


২. অসুখ বিসুখ ||

তোমার নিমন্ত্রণ পেয়ে ছুটে আসে তীঁর ও তরবারি— রাতভর ভাঙা ভাঙা উচ্চারণে আবৃত্তি করে বিষমাখা ঠোঁটের বিলাপ!

তুমি কি শুয়ে পড়েছো এখনই—ক্ষনপ্রভা চাঁদের দূর্বোধ্য আলোকরশ্মি পৃথিবীর শিরায় প্রবেশের আগেই? তোমার ভেতর থেকে একটা একটা করে সমস্ত আসবাব সরিয়ে নিচ্ছে সুচতুর যাদুকরী হাত—পাথর ভাঙার শব্দে চাপা পড়ে গেছে আকস্মিক কান্নার সুর।

পাহাড়ের ঢাল ধরে উঁচুতে উঠে যাচ্ছ তুমি। শাঁওতাল কিশোরীটব চিৎকার করে বলছে এখনও—শরীরে আগুণ নিয়ে সূর্যের দিকে চলে যেতে দেখেছি দেবীকে।

আজ অব্দি সাঁওতাল পল্লীতে কারো জ্বর হলেই তোমাকে দেখতে পায়। আমার অসুখ বিসুখ নেই, তোমাকে দেখবো বলে যজ্ঞে বসেছি অথচ জ্বরজারি আমাকে ধরে না...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন