সনাতনী উন্মাদিনী প্রেম বাউলের একতারার আঙ্গিকে কলম।
১. কাব্যপ্রেম
যে মেয়েটি একদিন কবিতার জন্য ছেলেটির প্রেমে পড়েছিল । গোধূলির লাল রং মাথায় মাখার পর একটা শব্দার্থের মানে পারে না । তার চোখের ভিতর এখন উনুনের ধোঁয়া ।
যে ছেলেটি কবিতা লেখার জন্য পেয়েছিল তার প্রেমিকাকে । সে আজ একটাও কবিতা লিখে না । নিজেকে গতিশীল করে একমুঠো রাত নিয়ে বাড়ি ফেরে ।
সংসারের বিমর্ষ জলে ডুবে মরেছে তাদের কাব্য প্রেম । দু'জনেই আস্ত একটা জটিল কবিতা হয়ে উঠেছে ।
২. শান্তিনিকেতন
কোন এক জোনাক রাত্রে আলপথ ভেঙে , শালবন পেরিয়ে
গোপনে তোমার সঙ্গে চাঁদ দেখতে গিয়েছিলাম উঁচু পাহাড়ে
ঝর্ণার ঘুঙুর জল ধুকপুকানির হলুদ শব্দ খেয়ে প্রতিধ্বনি করছিল মুহূর্মুহ
#
চোখের নরম পাতার গভীরে তিরতির করে কেঁপেছিল যুবতী ধানের শীষ
সুরভী ফুলের রেণু গ্রাম , জনপদ ছুঁয়ে উড়তে উড়তে বন্য পাখির মতন নিরুদ্দেশ
আমি আর তুমি এক লহমায় পান করেছিলাম এক বাটি তরল অরণ্য ।
#
বয়সের নদীতে ঝাঁপ দেয় জবাফুলের মতো রঙিন পলকা বাতাস
ঝাউপাতা মেখে ডুব দিয়ে উঠতেই গোটা শরীরে সঞ্চয়িতার সাদা সাদা জ্যোৎস্নায় প্লাবিত
গঞ্জের হাটের মতো নক্ষত্র গুলো বেচে আনাজপাতি , নৌকো
#
সেই নৌকার ভেলায় ভেসে প্রেমিক চাষাপড়ে সহজ পাঠ
চোখ খুলে দ্যাখি , প্রেমগুলো অবাধে সুরের ঘন আলোয় গীতবিতানের পৃষ্ঠায়
চলো রাই , ছাতিমতলায় বাঁশি বাজিয়ে তৈরি করি আবার একটা শান্তিনিকেতন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন