বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

রাহুল গাঙ্গুলীর কবিতা।



প্রেমের রসায়ন আঙ্গিকে অভিনব রূপান্তরিত কলম।



সঙ্গমরত : ঘুড়ি & আকাশ (কফিহাউস থেকে)

------------------------------------------------------------------




আপাতত ১কাপ কফির রং ~ মেরুন

আগমনী কফিন : আপাত মেরুন > ৪র্থ সর্বনাম

?-চিহ্নগুলো উবে গেছে [কে।কবে।কোথায়।কখন]

শুধু সিঁড়িভাঙ্গা বিকেল ~ সান্ধ্য তেজস্ক্রিয়তা






পেয়ালা-য় চলকে ওঠা ঝড়।সুখীসুখ ঝড়

আলগা হাত ~ খসে পড়া তারাখসা দাবি

জানি : এই দেহ নশ্বরী [আজন্মকাল]

বাড়াবাড়ি রাত-জড়ুলের চাঁদ ~ বিশেষ যৌনখেলা






ক্রমশঃ কফিরঙের শূন্যস্থান।ছুঁলেই কাফের

মাখামাখি টপটপ্ ~ ওম মাখানো চেয়ার

মুখোমুখি হলেই বা।না হলেই ______

অবশিষ্ট গ্রহণ < পরজীবী চতুর্ভুজ >

ভাজক সংখ্যা দখলদারি মানছে না




শব্দরূপ : রাহুল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন