অকপট কথনের আঙ্গিকে সৈনিক কলম।
(আপনি তো অনিচ্ছুক ব্লগজিনে লেখা প্রকাশ করতে তবুও আপনার পাঠানো কবিতায় গন্ধ পেলাম মাটির তাই দিলাম।)
একটি যুদ্ধ বিরোধী কবিতা//
চারদিক হতে ধেয়ে আসে হিংসার ফলা
ফালাফালা রাতের আকাশ ।
যে চোখে এতদিন দেখেছি পৃথিবী
সে চোখেই আজ কুষ্ঠ চাঁদের শিলালিপি।
বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ব্যালকনির একফালি বুকের সবুজ প্রান্তর ।
রেকর্ডেড সংলাপে ধরা পড়ে না যুদ্ধের পূর্বাভাস ।
বিকেলের সব রঙ মুছে যাওয়ার আগেই
দীর্ঘ অন্ধকার নিয়ে নেমে আসে রাত্রি।
নৈশকালীন যুদ্ধের জন্য আমাদের
সর্বদা প্রস্তুত থাকতে হয় ।
একটি যুদ্ধ-বিরোধী কবিতা
ভোরের আকাশে লাল হয়ে ওঠে।
-----------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন