সম্পাদকীয়।
সুপ্রীতি বর্মন।
লিখে ফেলুন চটপট।
"বর্ষামঙ্গল সংখ্যা"।
কলমের গর্ভস্রোতে বানসুন্দরীর কনক কাঁকন প্রেমিকের মনে সুর তুলুক ছলাৎ ছল নায়িকার কাঞ্চন কোমর ঝাপটার রিনিঝিনি বীর্যপাতে তোমার বর্ষামঙ্গল প্রানে আনুক প্রেয়সী উন্মাদনা তিতিক্ষা বৃষ্টি পরকীয়া মেঘরাজের সংসার।
বর্ষামঙ্গল তোমার ন্যাওটা স্রোতের প্রেমের জোয়ার সংকুচিত ঘরকুনো ছারপোকা তোমার বিষদাঁত ভাঙুক শ্যাওলা ধরুক তোমার সীমাবদ্ধতার চারদেওয়ালে।
আজ মোহনায় হোক সঙ্গম তোমার ছাঁটের সাথে আমার আঁচল।
হোক হোক বর্ষা ক্ষতি নেই আর।
ভেঙে ফেলো লৌহকপাট।
ওরে গৃহবাসী খোল দ্বার খোল ভেসে যাক তোর হিসেবী সংকোচনশীল হৃদয়।
"প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও।ভুলিবো ভাবনা পেছনে চাহাবো না পাল তুলে দাও দাও দাও দাও।"
বর্ষামঙ্গল সংখ্যায় আপনার প্রিয় ও সেরা রচনা পাঠিয়ে দিন ২০ শে জুলাইয়ের মধ্যে।
আমার মেলে supritibarman769@yahoo.in
অবশ্যই সম্পাদকীয় পড়ে থিম অনুসারে সমৃদ্ধ রচনা পাঠিয়ে দিন দুটো বা তিনটে কবিতা।
আন্তরিক ধন্যবাদ ।অবশ্যই পাঠাবো ।
উত্তরমুছুন