অন্য বসন্ত সিরিজে একরাশ গোলাপের
প্রস্ফুটিত প্রেম তোমার আঁচলের স্নিগ্ধ পরশে।
১. *অন্য বসন্ত -৩*
শাল বনে বনলতা পাতা কেটে ছবি আঁকে
সূর্যটা চাঁদ মেখে আঁধারেতে ঠোঁট সেঁকে।
দোয়াতের কালি তবে আচমকা পেতে চায়
যদি তোর পিঠ ঘেষে আঙুলটা ছুঁয়ে যায়!
এই ভাবে কতদিন চোখ বুজে স্মৃতি দেখা
কালসিটে চোখ মুছে তবু জমে বলিরেখা।
বিছানায় তোকে দেখি বালিশেতে তবু খুঁজি,
শেষ খেয়া চলে গেলে আমি হই শেষ মাঝি।।
পাখিদের সাথী হই ঘুম ভাঙে তোর যেই
সেরা কিছু হতে যাই মিশে যাই বালিশেই
এ মনও তো আশা হয় যদি ঠোঁট ভাষা পায়
শেষ রাতে ঘটনাটি জোছনারা দেখে যায়।।
ফাগুনের বাতাসেতে যেন কিছু ভেসে যায়
জলপরী তারারা ক্লান্তিটা খুঁটে খায়
এমনত দিন এলে যদি তুমি পেতে চাও
কয়েকটা কোকিলের কুহু ডাক শিখে নাও
২. *অন্য বসন্ত -৪*
কমুন্ডোলের জল ছেটাতে ছেটাতে
পা ফেলি বসন্ত রোদে।
বহু পাখিদের কলরবে চারিদিকে রামধনুর রূপটান।
কাশফুলে জমা বালুচরে ভূমন্ডল লুকিয়ে রেখে,
সমুদ্রের জল হয়ে ফিরবে বলেছে তারা।
যেখানে রং হাতে অপেক্ষা করবে ভীত কাঁকড়ার দল।
আমি সে পথে দিয়ে গেলে
তারা দু-পায়ে রং মাখিয়ে দেবে নোনা জল দিয়ে,
ওখানেই চাঁদ নেমে এসে মাটিকে চুমু খাবে।
তখন জ্যোৎস্না আলো ফেলে
যাবে স্মৃতিময় অনুতাপ।
কেবল অভিমানগুলো কাঁকড়ার মত মাটির খুরে
লুকোবে গভীর থেকে আরো গভীরে।
আর আমি বাতাসের বুকে পা ফেলে আবির ছড়াবো ভূমিকার সব পথে. . . .
৩. *অন্য বসন্ত*
তারাদের মিছিলেতে ধ্রুবতারা নেতা হতো
কানাঘুষো শোনা যায় কোকিল তো নিরুপায়
তবুও ঈশান কোনে মেঘ জমে কুয়াশাতে
কানে কানে বলে ওঠে ফাগুন তো এসে গেছে.....
সুখ ঘরে বুক ভাসে মাঝ রাতে
চাঁদ ওঠে
তবুও অমৃত সুধা ধেয়ে আসে চেনা নেশা
বিছানাতে খুঁজি তোকে হারিয়েছি
চেনা শোকে
তবুও তো কাছ পেলে হৃদয় যে বলে ওঠে...
ফাগুন এখনো আছে...
রাত জেগে ছাদ ভেজা বিছানাতে চোখ মোছা!
ওড়না তো চারুলতা, হৃদয়েতে উষ্ণতা,
আলগোছে মদ খাবা, ঠোঁট চুষে মন পাওয়া ,
এসবতো পুরোনো হয়ে সব চলে গেছে,
তবুও কেন চোখ মুছে হৃদয় আজ বলে ফেলে
ফাগুনতো চলে গেছে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন