দীঘা ভ্রমণ
অবিরাম ঝিরঝিরে বৃষ্টি মেখে সমুদ্র উথাল
নিগূঢ় শ্রাবণে একলাটি অভিঘাতে ভাঙে ঢেউ !
কুটির বানাবে বলে চাষী কেটে নিযে় গেছে কাশ
ঝাউবনে রুপালি বেদনার ঝিলিক ঝরে পডে়
হলদি পাতারা-আরও সবুজ হয় গুঢ়তর,
ঋতুস্নান শেষে সমুদ্র থেকে উঠে আসছো -তুমি,
মীনরাশির জাতক | কামনার হিন্দোল দোলানো
সুবাতাসে, বুকের প্রস্রবনে জাগা আলোঝুরি
দুই হাতে তুলে নিতে থাকি-ভ্রমনের উষ্ণতাপ,
সুখ-বৃষ্টিতে ভরাট ঠোঁট আহ্বানে ঈষৎ ফাঁকা
লালকাঁকডা়র অভিসারে এইমন প্রজাপতি-
তাকে ঠোঁটে বসতে দিযে়ছো তুমি বিনীত প্রশ্রযে়,
সমুদ্রের ঢেউ এসে ভিজিযে় দিযে়ছে আলিঙ্গন
ভিজবো বলেই এ ভ্রমণ ডুবুরির বাসনায়
দুখানি তুলতুলে চান্দসা পিঠের ভিতরে সঁপে
দেওযা় বালিযা়রি খুঁডি় - উত্তাল সংকেত লেখায়....
শুক্তো কনিকা জমে মুক্তোটি - ঝিনুক ফেরায় সত্য
এখানে মরতে পারি আমি, কোথাও যাবনা, আর
একবার মরে যাওযা়য় জানি, কোন সুখ নাই
তাই প্রতিদিন তিলবর্ণ , তিলবর্ণ ভালোবাসি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন